আর্জেন্টিনা দল বেয়াদপে ভর্তি! এমবাপের পাশে দাঁড়িয়ে মেসিদের ধুয়েমুছে সাফ করলেন এবার ইব্রা

আর্জেন্টিনা দলকে তেড়েফুঁড়ে আক্রমণ করলেন এবার ইব্রাহিমোভিচ

আর্জেন্টিনা দল বেয়াদপে ভর্তি! এমবাপের পাশে দাঁড়িয়ে মেসিদের ধুয়েমুছে সাফ করলেন এবার ইব্রা

বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। তবে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সঙ্গে জুড়ে গিয়েছে অযাচিত বিতর্ক। বিপক্ষ ফুটবলারদের সঙ্গে একাধিকবার লেগে যাওয়া থেকে পুরস্কার বিতরণী মঞ্চে এমিলিয়ানো মার্টিনেজের কাণ্ড-কারখানা।

এবার আর্জেন্টিনা দলকে সরাসরি নিশানা করলেন জলাটান ইব্রাহিমোভিচ। ইন্টার ফ্রান্স-কে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টিনা ফলকে একহাত নিলেন সুইডিশ সুপারস্টার। বলে দিলেন, “মেসিকে ইতিহাসের সেরা ফুটবলার ধরা হয়। আমি নিশ্চিত ছিলাম এবার কাপ ওঁর হাতেই উঠতে চলেছে।”

আরও পড়ুন: মেসি-নেইমার নন, PSG-র নতুন ভাইস ক্যাপ্টেন এমবাপেই! পদ হারিয়ে ফুঁসে উঠলেন ফরাসি ডিফেন্ডার

এরপরেই বিতর্কিতভাবে ইব্রার বক্তব্য, “মেসিকে নিয়ে আমার সমস্যা নেই। আর্জেন্টিনা দলের বাকিদের নিয়ে কী হবে, সেটা নিয়েই আমার যাবতীয় দুর্ভাবনা। কারণ এমবাপে ভবিষ্যতেও বিশ্বকাপ জিতবে। তবে আর্জেন্টিনা আর কিছু জিততে পারবে না। মেসি যা যা জেতার সবকিছু জিতে নিয়েছে। ইতিহাস ওঁকে মনে রাখবে। তবে বাকিরা যাঁরা কুৎসিত ব্যবহার করেছে, তাঁরা কোনও সম্মান পাবে না।”

“লিখে নিন এই বক্তব্য আমার। যে শীর্ষ পর্যায়ের ফুটবল দীর্ঘদিন ধরে খেলেছে। আর্জেন্টিনীয় দল একবার জিতেছে। তবে ভবিষ্যতে আর কিছু জিতবে না। এভাবে জেতা যায় না।”

আরও পড়ুন: ফুটবলারই নয়, আসলে রাঁধুনি! এমবাপের কাছে ৫ গোল হজম করা গোলকিপারের পরিচয় চমকে দেবে

বিতর্কের সূত্রপাত ঘটেছিল নেদারল্যান্ডস বনাম আর্জেন্টিনা ম্যাচে। মারকাটারি সেই ম্যাচে দুই দলের ফুটবলাররাই রাফ ট্যাকল করছিলেন অন্যদের। রেফারিকে মোট ১৮ বার কার্ড বের করতে হয়। ম্যাচের পর ডাচ স্ট্রাইকার ওয়েঘর্স্টকে দেখতে পেয়েই ক্ষেপে যান মেসি। সাক্ষাৎকার থামিয়ে কুকথা শুনিয়ে যান তাঁকে। তাঁর ওপর চড়াও হন আগুয়েরো সহ একাধিক আর্জেন্টিনীয় ফুটবলার। ম্যাচ চলাকালীন দুই দলের ফুটবলার সহ সাপোর্ট স্টাফরা হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন।

এরপরে ফ্রান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচ তো রয়েইছে। যেখানে এমবাপে-মেসি নিজেদের ক্লাবের বন্ধুত্ব পিছনে সরিয়ে একে অন্যের মুখের ওপর গোল উদযাপন করেছিলেন। মার্টিনেজ চুয়ামেনিকে মানসিকভাবে বিভ্রান্ত করতে টাইব্রেকার শ্যুট আউটের সময় বল ছুড়ে ফেলে দেন।

আরও পড়ুন: হ্যাটট্রিকের সুযোগ পেয়েও করলেন না! নেইমার-এমবাপেকে পেনাল্টি মারতে দিয়ে হৃদয় জয় মেসির

মার্টিনেজ সবথেকে সমালোচিত হন পুরস্কার মঞ্চে গোল্ডেন গ্লাভস পাওয়ার পর ফ্রান্সের ফুটবলারদের বার্তা দেওয়ার পর অশ্লীল ভঙ্গি করেন। এরপরে লকাররুমে এমবাপের নামে কুৎসিত গান গাওয়া হোক বা রাজধানী বুয়েন্স আয়ার্সে এমবাপের মুখ বসানো পুতুল হাতে মার্টিনেজের সেলিব্রেশন।

বারবার এমবাপেকে নিশানা করায় ফ্রান্স ফুটবল সংস্থার তরফে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকেও অভিযোগ জানানো হয়েছে সরকারিভাবে। ফিফাও আর্জেন্টিনার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে। এমন অবস্থাতেই ইব্রাহিমোভিচের এমন মন্তব্য। যাতে বিতর্ক আরও বাড়ল বলেই সংশ্লিস্ট মহলের ব্যাখ্যা।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Zlatan ibrahimovic hits out at world cup wining argentina but praises lionel messi

Next Story
মেসি-নেইমার নন, PSG-র নতুন ভাইস ক্যাপ্টেন এমবাপেই! পদ হারিয়ে ফুঁসে উঠলেন ফরাসি ডিফেন্ডার
Exit mobile version