Advertisment

ভারতে লা লিগার ব্র্য়ান্ড অ্যাম্বাসডর হলেন রোহিত শর্মা

ভারতীয় দলের স্টার ক্রিকেটার রোহিত শর্মা এবার নয়া ভূমিকায়। এদেশে লা লিগার ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসাবে নিযুক্ত হলেন হিটম্য়ান। বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় এমনটাই জানিয়ে দিল স্প্য়ানিশ ফুটবলের প্রথম শ্রেণির লিগ।

author-image
IE Bangla Web Desk
New Update
La Liga appoints Rohit Sharma as Brand Ambassador in India

ভারতে লা লিগার ব্র্য়ান্ড অ্যাম্বাসডর হলেন রোহিত শর্মা (ছবি-লা লিগা, ফেসবুক)

ভারতীয় দলের স্টার ক্রিকেটার রোহিত শর্মা এবার নয়া ভূমিকায়। এদেশে লা লিগার ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসাবে নিযুক্ত হলেন হিটম্য়ান। বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় এমনটাই জানিয়ে দিল স্প্য়ানিশ ফুটবলের প্রথম শ্রেণির লিগ।

Advertisment

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সৌজন্য়ে ফুটবল পাগল দেশ ভারতে লা লিগা অত্য়ন্ত জনপ্রিয়। রয়েছে বিরাট ফ্য়ান বেস। লা লিগা শেষ কয়েক বছর ধরেই ভারতে তাদের ব্র্য়ান্ড তৈরি করতে চাইছে। তারই অঙ্গ হিসাবে রোহিতকে নিয়োগ করেছে তারা।

রোহিত এদিন টুইটারে লিখলেন, "আপনারা জানেন যে, ফুটবল বরাবরই আমার হৃদয়ে একটা আলাদা জায়গায় রয়েছে। ফলে লা লিগার সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্য়ন্ত খুশি।"

আরও পড়ুন-জন্মদিনে দুরন্ত খবর, ধোনি-কোহলি নন, গুগলে রাজ করছেন যুবরাজ সিং

লা লিগা ইন্ডিয়ার ম্য়ানেজিং ডিরেক্টর জোসে অ্যান্তোনিও কাচাজা বলছেন, "ভারতে ফুটবলের একটা বিরাট জনপ্রিয়তা রয়েছে। বিশ্বের নিরীখে লা লিগার জন্য় ভারতের বাজারটা অত্য়ন্ত ভাল। রোহিত কিন্তু লা লিগার প্রথম নন-ফুটবলার ব্র্য়ান্ড অ্যাম্বাসডর হলো। ওর অন আর অফ ফিল্ড ব্য়ক্তিত্বই আমাদের মোহিত করেছে। লা লিগার মান আর নীতির সঙ্গে ওকে ভাবা যায়।"

এই মুহূর্তে ১৫ ম্য়াচে ৩৪ পয়েন্ট নিয়ে লা লিগার লিগ টেবিলে শীর্ষে বার্সেলোনা। সমসংখ্য়ক পয়েন্টে পেয়ে গোল পার্থক্য়ে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। তিনে রয়েছে সেভিয়া। ১৬ ম্য়াচে ৩১ পয়েন্ট তাদের ঝুলিতে। চারে রয়েছে রিয়াল সোসিদাদ। ১৬ ম্য়াচে ২৭ পয়েন্ট তাদের।

Barcelona Real Madrid La Liga Rohit Sharma
Advertisment