/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/10/imgonline-com-ua-twotoone-XUQ67j9nNGq9SA_copy_1200x676_1.jpg)
বেটিং কোম্পানির হাতে কেন আইপিএলের ফ্র্যাঞ্চাইজির মালিকানা তুলে দেওয়া হল! এমন বড়সড় অভিযোগ তুলে সৌরভ গঙ্গোপাধ্যায় পরিচালিত বিসিসিআইয়ের বিরুদ্ধে তোপ দাগলেন ললিত মোদি। কটাক্ষ করে বোর্ডের প্রাক্তন হেভিওয়েট কর্তা বলে দিলেন, "এখন বেটিং কোম্পানিও আইপিএলে দল কিনতে পারছে!"
চলতি সপ্তাহের সোমবার বোর্ডের তরফে ঘোষণা করা হয়, ইরেলিয়া বাগ কোম্পানি আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিকানা স্বত্ত্ব পাচ্ছে। লখনৌ ফ্র্যাঞ্চাইজির মালিক হয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা। সর্বোচ্চ ৭০৯০ কোটি টাকার বিড জমা দিয়ে। ইরেলিয়া বাগ (সিভিসি ক্যাপিটাল) আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি কিনতে খরচ করতে হয়েছে ৫৬০০ কোটি টাকা।
আরও পড়ুন: অবসরের পথে ১৬.২৫ কোটির IPL সুপারস্টার! বিশ্বকাপের মঞ্চেই বোমা ফাটালেন সরাসরি
সেই ঘোষণার পরেই বিসিসিআইকে টুইটারে তুলোধোনা করলেন ললিত মোদি। সরাসরি বোর্ড কর্তাদের তোপ দেগে মোদির বক্তব্য, "এখন বেটিং কোম্পানিও আইপিএলে দল কিনতে পারছে। হয়ত নতুন নিয়ম হয়েছে। একজন বিডার আবার একটা বিরাট বেটিং কোম্পানির মালিক। এরপরে কী হবে? বিসিসিআই কি নিজের হোমওয়ার্ক টুকু ঠিকঠাক করতে পারে না! এমন ক্ষেত্রে দুর্নীতি বিরোধী নিয়ম কোথায়?"
i guess betting companies can buy a @ipl team. must be a new rule. apparently one qualified bidder also owns a big betting company. what next 😳😳😳 - does @BCCI not do there homework. what can Anti corruption do in such a case ? #cricket
— Lalit Kumar Modi (@LalitKModi) October 26, 2021
ললিত মোদির অভিযোগ শোরগোল ফেলার পরেই আউটলুকের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সিভিসি গ্রুপের সঙ্গে বেটিং কোম্পানির যোগাযোগ থাকতে পারে। সেই প্রতিবেদনে বলা হয়েছে, "সিভিসি ক্যাপিটাল বেটিং কোম্পানির সঙ্গে যোগাযোগে সমস্যায় পড়তে চলেছে। জানা গিয়েছে সিভিসি ক্যাপিটাল বেটিং কোম্পানিতে বিশাল অঙ্কের বিনিয়োগ রয়েছে।"
আরও বলা হয়েছে, "বোর্ডের নজর ছিল সিভিসি ক্যাপিটালের ব্যবসায়িক কাজকর্মের দিকে। মুখ বন্ধ খাম খোলার আগে লম্বা ভেরিফিকেশন পদ্ধতিতে বেটিং কোম্পানির সঙ্গে যোগাযোগের বিষয়টি কেন নজরে এল না বোর্ডের। আদানি গ্রুপ পুরো বিষয়ে নজরে রাখছে। সরকারিভাবে অভিযোগ জমা পড়ার অপেক্ষা কেবল।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন