Advertisment

Virat Kohli-Tejashwi Yadav: কোহলি তো আমার আন্ডারে খেলেছে! সর্বসমক্ষে বিস্ফোরক দাবি লালু পুত্র তেজস্বী যাদবের, ঝড় জোরালো

Tejashwi Yadav claim on Virat Kohli: বিরাট কোহলি নাকি তেজস্বী যাদবের নেতৃত্বে দিল্লি ক্রিকেটে খেলেছেন। বড়সড় দাবি করে বসলেন এবার লালু-পুত্র।

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli, Tejaswi Yadav, বিরাট কোহলি, তেজস্বী যাদব,

Virat Kohli-Tejaswi Yadav: তেজস্বী যাদবের বক্তব্য ভাইরাল হতেই রসিকতায় মেতে ওঠেন নেটিজেনরা। (ছবি- টুইটার)

Tejashwi Yadav on Virat Kohli: একটা সময় ক্রিকেট খেলতেন। কিন্তু, তাতে তেমন সাফল্য পাননি। সেই ক্রিকেট নিয়ে মুখ খুলে এবার সবাইকে অবাক করে দিলেন রাজনীতিবিদ তেজস্বী যাদব। তিনি বলেছেন, 'বিরাট কোহলির মতই আমার অধীনে খেলেছে ভারতীয় দলে এমন অনেক খেলোয়াড় আছে।' রাজনীতিবিদ তেজস্বী যাদবের দাবি, ঘরোয়া ক্রিকেটে ভারতীয় ক্রিকেট গ্রেট বিরাট কোহলিকেও তিনি নেতৃত্ব দিয়েছেন। 

Advertisment

এমনিতে তেজস্বী যাদব সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়। তবে কোহলিকে ক্রিকেটে নেতৃত্ব দেওয়া নিয়ে মুখ খোলায় তিনি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছেন। তেজস্বী, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের ছেলে। তিনি রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর শীর্ষস্থানীয় নেতা। সেই তেজস্বীর দাবি, তিনি রাজনীতিতে এলেও ঘরোয়া ক্রিকেটে অসাধারণ খেলোয়াড় ছিলেন। এতটাই বড়মাপের খেলোয়াড় ছিলেন যে, ভারতীয় ক্রিকেট দলের বর্তমান খেলোয়াড়দের অনেকেই তাঁর ব্যাচমেট ছিলেন। অনেকেই তাঁর অধীনেও খেলেছেন।

বন্ধু-বান্ধবের সঙ্গে গল্প করতে গিয়ে নয়। অথবা, বিহারের কোনও প্রান্তিক এলাকায় বক্তব্য রাখতে গিয়েও নয়। তেজস্ব গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন, 'আমি যে একজন ক্রিকেটার ছিলাম, এটা কথাটা আজ আর কেউ বলে না। বিরাট কোহলি আমার অধিনায়কত্বে খেলেছে। কেউ কি এনিয়ে কখনও কথা বলেছে? কেন বলে না? পেশাদার হিসেবে আমি ভালো ক্রিকেট খেলেছি। টিম ইন্ডিয়ার অনেক খেলোয়াড় আমার ব্যাচমেট ছিল। আমার দুই পায়ের লিগামেন্ট ভেঙে যাওয়ায় আমাকে খেলা ছাড়তে হয়েছে।' এই বক্তব্য প্রচারিত হতেই সোশ্যাল মিডিয়ায় রসিকতার ঝড় উঠেছে। নেটিজেনরা নিজেদের মত করে তেজস্বী যাদবের বক্তব্য নিয়ে রসিকতা করেছেন। 

তেজস্বী তাঁর কেরিয়ারে একটি প্রথম শ্রেণি, দুটো এ তালিকাভুক্ত এবং চারটি টি-২০ ম্যাচ খেলেছেন। তিনি ঘরোয়া ক্রিকেটে ঝাড়খণ্ডের প্রতিনিধিত্ব করেছেন। নভেম্বর ২০০৯-এ বিদর্ভের বিরুদ্ধে তাঁর প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়। তিনি দুটো এ তালিকাভুক্ত ম্যাচ খেলেছেন ২০১০ সালের ফেব্রুয়ারিতে ত্রিপুরা এবং ওড়িশার বিরুদ্ধে। চারটি টি-২০ ম্যাচ খেলেছেন ধানবাদে ওড়িশা, অসম, বাংলা এবং ত্রিপুরার বিরুদ্ধে।

আরও পড়ুন- কলকাতায় 'অনিচ্ছাকৃত ভুলে' বিড়ম্বনায় শামি! পুরস্কার বিতরণের সময়েই সিএবির চরম ভুল, দেখুন পুরো ঘটনা

অনেকেই জানেন না যে তেজস্বী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০০৮ মরশুমে দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমানে দিল্লি ক্যাপিটালস)-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। তিনি ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত দিল্লি ডেয়ারডেভিলসের বেঞ্চে ছিলেন। একটিও ম্যাচ খেলেননি।

 

Virat Kohli Social Media Tejashwi Yadav Cricket News
Advertisment