Advertisment

Mohammed Shami's name misspelt: কলকাতায় 'অনিচ্ছাকৃত ভুলে' বিড়ম্বনায় শামি! পুরস্কার বিতরণের সময়েই সিএবির চরম ভুল, দেখুন পুরো ঘটনা

Mohammed Shami fitness: জাতীয় দলের হয়ে ৬৪ টেস্ট খেলা মহম্মদ শামি আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের আগে ঘরোয়া ক্রিকেটে ফেরার ইঙ্গিত দেন।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Mohammed Shami, CAB Award, মহম্মদ শামি, সিএবি পুরস্কার,

Mohammed Shami-CAB Award: শামিকে 'শমিত' বানিয়ে দিল বাংলা। (ছবি- টুইটার)

Mohammed Shami, CAB award felicitation programme: 'অভিনন্দন শমিত!'- ক্রিকেটার মহম্মদ শামির অভিনন্দনে ভুল বানান জ্বলজ্বল করে সকলের সামনে থাকায় বিব্রত হল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB)। শনিবার (১৪ সেপ্টেম্বর) ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) এর জন্য এই বিব্রতকর মুহূর্ত তৈরি হয়। বোর্ড আয়োজিত একটি পুরস্কার অনুষ্ঠানের সময় তারকা ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির নামের একটি ভুল বানান একটি বিশাল পর্দায় ছড়িয়ে পড়ে। ৩৪ বছর বয়সি ভারতীয় পেসার, শামি ২০২৩ সালের নভেম্বর থেকে ক্রিজের বাইরে। শনিবার আয়োজিত সিএবির বার্ষিক পুরষ্কার অনুষ্ঠানে তাঁকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়। কিন্তু, যখন তিনি পুরষ্কার সংগ্রহ করতে মঞ্চে আসেন, সেই সময় সবার দৃষ্টি আকর্ষণ করে ওই ভুল বানান, 'শমিত'।

Advertisment

শামির পরিবর্তে ছাপার ভুলের কারণে 'শমিত' শব্দটি পর্দায় প্রদর্শিত হয়েছিল। যা সবাইকে হতবাক করে দিয়েছে। শামি যখন পুরস্কার গ্রহণ করছিলেন, তখন ব্যাকগ্রাউন্ডে মোটা অক্ষরে উপস্থিত 'শমিত'-এর বেশ কয়েকটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। ২০২৩ সালের একদিনের (ওডিআই) বিশ্বকাপে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের জন্য শামিকে সিএবি পুরস্কৃত করেছিল। ডানহাতি পেসার টুর্নামেন্টে শীর্ষস্থানীয় উইকেট শিকারি গত একদিনের বিশ্বকাপে তাঁর দৌড় শেষ করেন। তিনি রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের হয়ে সাতটি ম্যাচে খেলেন এবং ২৪টি উইকেট নেন।

'শীঘ্রই প্রত্যাবর্তন'

শামি, গোড়ালির ইনজুরির কারণে ওয়ানডে বিশ্বকাপ ২০২৩-এর ফাইনালের পর থেকে কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি। তাঁর প্রত্যাবর্তন সম্পর্কে একটি বড় আপডেট তিনি নিজেই দিয়েছেন। অনুষ্ঠানে শামি বলেছেন যে তিনি মাঠে ফেরার আগে সর্বোচ্চস্তরের ফিট থাকার চেষ্টা করছেন। 

শামি এই ব্যাপারে বলেন, 'আমি শীঘ্রই প্রত্যাবর্তনের জন্য কঠোর পরিশ্রম করছি। কারণ, আমি জানি যে বেশ কিছুদিন ধরেই খেলায় নেই। যাইহোক, আমি নিশ্চিত করতে চাই যে আমাকে ফেরানোর ক্ষেত্রে কোনও অস্বস্তি নেই। আমাকে আমার ফিটনেস নিয়ে চেষ্টা চালাতে হবে। যাতে, সেনিয়ে কোনও অস্বস্তি তৈরি না হয়। আমি যত শক্তিশালী হয়ে ফিরব, ততই আমার জন্য ভাল। আমি তাড়াহুড়ো করতে চাই না। ফের ইনজুরিতে পড়ার ঝুঁকি নিতে চাই না। সেটা বাংলাদেশ, নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া- যে সিরিজেই হোক না কেন। আমি ইতিমধ্যেই বোলিং শুরু করেছি। কিন্তু, আমি ১০০% ফিট না হওয়া পর্যন্ত দলে ঢুকতে চাইব না।'

আরও পড়ুন- দুটো টেস্ট-ই জিতব, সিরিজ শুরুর আগেই বাংলাদেশে বসে ভারতকে হুঙ্কার ক্যাপ্টেন শান্ত-র

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, ৬৪ টেস্ট খেলা শামি তাঁর আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রত্যাবর্তনের আগে ঘরোয়া ম্যাচ খেলার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, 'আমার ফিটনেস পরীক্ষা করার জন্য যদি ঘরোয়া ক্রিকেট খেলার প্রয়োজন হয়, আমি খেলব। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা হল ফরম্যাট নির্বিশেষে আমি পরবর্তী যে টুর্নামেন্টই হোক, তার জন্য সম্পূর্ণ প্রস্তুত হতে চাই।'

Cricket Association Of Bengal Md.Shami Indian Cricket Team Cricket News
Advertisment