/indian-express-bangla/media/media_files/2025/07/16/lamine-yamal-controversy-2025-07-16-21-48-15.jpg)
Lamine Yamal Controversy: সাবালক হওয়ার খুশিতে ভয়ঙ্কর কাণ্ড ইয়ামালের
Barcelona player Yamal legal trouble: ১৮ বছরের প্রাপ্তবয়স্ক জীবনের শুরুতেই আইনি বিতর্কে জড়িয়ে পড়লেন বার্সেলোনা (FC Barcelona) ও স্পেনের উঠতি ফুটবল তারকা লামিনে ইয়ামাল (Lamine Yamal)। সদ্য সাবালক হওয়ার আনন্দ স্মরণীয় করে রাখতে তিনি ইবিজায় যে জন্মদিনের পার্টি আয়োজন করেছিলেন, সেটাই এখন তাঁর জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
পার্টির অতিথি তালিকায় গাভি-বালদে, বিনোদনের জন্য বিতর্কিত আয়োজন
ইয়ামালের জন্মদিনের জমকালো পার্টিতে হাজির ছিলেন বার্সেলোনার দুই সতীর্থ আলেজান্দ্রো বালদে এবং গাভি। তবে বিতর্কের সূত্রপাত, পার্টিতে বিনোদনের জন্য কয়েকজন বামনকে ভাড়া করে আনা নিয়ে। অতিথিদের ‘মজা’ দেওয়ার জন্যই তাঁদের উপস্থিতি, এমনটাই দাবি ইয়ামালের ঘনিষ্ঠ মহলের। কিন্তু স্পেনের সমাজসেবী সংগঠনগুলোর মতে, খর্বকায় মানুষদের এভাবে ‘ভাঁড়’ হিসেবে ব্যবহার একেবারেই অনুচিত এবং সরাসরি দেশের প্রতিবন্ধী আইনভঙ্গের শামিল।
আইনি পদক্ষেপের হুঁশিয়ারি, সরকারের কাছে তদন্তের দাবি
ইতিমধ্যেই একাধিক সমাজসেবী সংস্থা ইয়ামালের বিরুদ্ধে সরব হয়েছে। তারা স্পেনের সামাজিক অধিকার মন্ত্রককে তদন্তের অনুরোধ জানিয়েছে এবং জানিয়েছে, প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবে। স্পেন সরকারের তরফ থেকেও পুরো বিষয়টিকে ভাল চোখে দেখা হচ্ছে না বলেই জানা যাচ্ছে। একাধিক সরকারি সংস্থা এই অভিযোগের তদন্ত শুরু করতে পারে বলেও জল্পনা।
আরও পড়ুন বছরের মডেল-ইনফ্লুয়েন্সারের প্রেমে হাবুডুবু ১৭-র ইয়ামাল! বিশ্ব ফুটবল তোলপাড়
গোপন পার্টি ফাঁস হয়ে গেল কীভাবে?
সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়, ইয়ামালের জন্মদিনের পার্টিতে মোবাইল ফোন ব্যবহার এবং ভিডিও করা নিষিদ্ধ ছিল। তবুও কোনওভাবে সেই পার্টির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই ভিডিও-তেই দেখা গিয়েছে, বামনদের বিনোদনের অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছে। এরপরই শুরু হয়েছে সমালোচনার ঝড়।
আরও পড়ুন রেকর্ড অর্থে ২০৩১ পর্যন্ত বার্সেলোনাতেই লামিনে ইয়ামাল, প্রতি সপ্তাহের বেতন জানলেই মাথা ঘুরবে
মেডিক্যাল শিবিরে অনিশ্চয়তা, সামনে নতুন মরশুম
জন্মদিনের পার্টির পরদিনই ছিল বার্সেলোনা দলের মেডিক্যাল চেক-আপ। গভীর রাত পর্যন্ত পার্টি করার পর ইয়ামাল, বালদে এবং গাভির মেডিকেল শিবিরে ঠিকভাবে যোগ দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। কয়েক দিনের মধ্যেই শুরু হচ্ছে নতুন মরশুম। শোনা যাচ্ছে, সব কিছু ঠিক থাকলে ইয়ামালের গায়েই উঠতে পারে ক্লাবের কিংবদন্তি লিওনেল মেসির ১০ নম্বর জার্সি। তবে জন্মদিনের পার্টি ঘিরে এই বিতর্ক নতুন মরশুমের শুরুতেই ইয়ামালের উপর চাপ বাড়াবে বলেই মত ফুটবল মহলের।