সেপ্টেম্বরেই ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজে জাতীয় দলের সহকারী ব্যাটিং কোচ নিযুক্ত হলেন ল্যান্স ক্লুজনার। শুক্রবারেই দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, ক্লুজনারের কোচ হওয়ার কথা। পাশাপাশি আরও জানানো হয়েছে, প্রাক্তন পেসার ভিসেন্তে বার্নেস সহকারী বোলিং কোচের ভূমিকা পালন করবেন। জাস্টিন অনটং সহকারী ফিল্ডিংয়ের কোচের পদ ধরে রাখলেন। ওটিস গিবসনকে সরিয়ে দেওয়ার পরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে বর্তমানে অন্তবর্তীকালীন কোচ এনোচ এনকোয়ে।
ক্রিকেট সাউথ আফ্রিকার কার্যনির্বাহী ডিরেক্টর কোরি ভ্যান জিল বিবৃতিতে জানান, দলের গঠনতন্ত্র অনুযায়ী, বর্তমানে টিম ডিরেক্টর ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ে তিনজন সহকারী কোচ নিয়োগ করেন। সেখানেই তিনি বলেন, "প্রাক্তন প্রোটিয়াজ অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার কেবলমাত্র টি টোয়েন্টিতে ব্যাটিংয়ে সহকারীর ভূমিকায় থাকছেন। কারণ বাকি দুই ফর্ম্যাটে ওঁকে পাওয়া যাবে না।"
CSA name Lance Klusener (batting), Justin Ontong (fielding) and Vincent Barnes (bowling) as Enoch Nkwe's support staff ahead of the Proteas men's India tour next month.#CSAnews #ProteaFire pic.twitter.com/nVoM82GZRR
— Cricket South Africa (@OfficialCSA) August 22, 2019
আরও পড়ুন ICC Cricket World Cup 2019: বিশ্বকাপের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার, ইংল্যান্ডে চলবে ‘স্টেইন’গান
দুর্ঘটনায় মৃত দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার, সঙ্গে ছিল সন্তানও
ICC T20 World Cup 2020 Fixtures: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিযান শুরু বিরাটদের
নিজের জমানায় বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ছিলেন ল্যান্স ক্লুজনার। টেস্টে ও ওয়ানডে-তে তাঁর রান ও উইকেট সংখ্যা যথাক্রমে ১৯০৬ ও ৩৫৭৬ এবং ৮০ ও ১৯২। ক্লুজনার কোচিংয়ে এসেছেন ২০১২ সালে। ঘরোয়া ক্রিকেটে হলিউডবেট জলফিনসের কোচ ছিলেন ২০১২ থেকে ২০১৬, চার বছর। তারপরে জিম্বাবোয়ে জাতীয় দলের ব্যাটিং কোচ নিযুক্ত হন তিনি।
“Former Proteas all-rounder Lance Klusener will fill the role of assistant coach (batting) for the T20 Series only as he is currently not available for all formats." - CSA Acting Director of Cricket Corrie van Zyl. #ProteasCoachingStaff pic.twitter.com/85jWkHwl3F
— Cricket South Africa (@OfficialCSA) August 22, 2019
জুলাই মাসে ইউরো টি টোয়েন্টি স্ল্যামে গ্লাসগো জায়ান্টসের হেড কোচ হয়েছিলেন তিনি। যদিও সেই টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গিয়েছে। ভ্যান জিল জানিয়েছেন, "বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ক্লুজনার। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে। ওঁর রেকর্ডই ওঁর হয়ে কথা বলবে। কোচিংয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এবং আন্তর্জাতিক পর্যায়ে ওঁর অভিজ্ঞতা অপরিসীম।"
ক্লুজনারের টিপসে ভারত-বধে সক্ষম হবে দক্ষিণ আফ্রিকা, সেটাই আপাতত দেখার।
Read the full article in ENGLISH