বিশ্বকাপের পরেই তাঁর অবসর নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। তবে এখনও খেলা ছাড়ার কোনও ইঙ্গিত দেননি ভক্তদের। তবে অবসর-জল্পনার মধ্য়েই খবর লাসিথ মালিঙ্গা নিজের দেশ শ্রীলঙ্কা ছেড়ে পাড়ি দিচ্ছেন অস্ট্রেলিয়ায়। আপাতত সেখানেই থাকবেন তিনি। শ্রীলঙ্কার প্রথমসারির ক্রিকেট ওয়েবসাইট আইল্যান্ড মাধ্যমে এমন খবর প্রকাশিত হওয়ার পরেই শোরগোল পড়ে গিয়েছে। সেখানেই লেখা হয়েছে, মালিঙ্গা ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় বসবাসের অনুমতি (পিআর) পেয়ে গিয়েছেন।
সেই প্রতিবেদনে তাঁর অবসরের বিষয়েও জানানো হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে শ্রীলঙ্কা। বলা হয়েছে, সেই সিরিজেরই প্রথম ম্যাচের পরে বাইশ গজকে আলবিদা জানাবেন তিনি। শ্রীলঙ্কা বোর্ডের এক কর্তা জানিয়েছেন, "অস্ট্রেলিয়ায় সম্ভবত কোনও কোচিংয়ের ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে।"
আরও পড়ুন কোচের পদে আবেদন হেভিওয়েট কোচের! কোহলিদের দায়িত্বে ফেভারিট তিনি-ই
অবসর নিয়ে বড় ঘোষণা ধোনির! বোর্ডকে জানিয়ে দিলেন নিজের ইচ্ছা
ধোনির উত্তরসূরির সঙ্গে রাত জেগে বার্থ ডে পার্টি! ওয়েস্ট ইন্ডিজে বিতর্ক তুঙ্গে
বর্তমানে অস্ট্রেলিয়াতেই রয়েছেন তারকা পেসার। সেখান থেকেই এই বিষয়ে মালিঙ্গা ইতিমধ্যেই প্রধান নির্বাচক অশন্থা ডি মেল-এর সঙ্গে একপ্রস্থ কথা বলেছেন। চলতি মাসের ২৬ তারিখ থেকে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শুরু হচ্ছে শ্রীলঙ্কার। প্রথম ম্যাচের আগেই ২২ তারিখে দেশে ফিরবেন তিনি। দেশে ফিরে বেশ কিছু বন্ধু-বান্ধবদের সঙ্গে দেখা করতে পারেন তিনি।
তারপরেই অবসর ঘোষণা এবং অস্ট্রেলিয়ায় থাকার বিষয়টি সরকারিভাবে জানাবেন। এর আগে একাধিক শ্রীলঙ্কান ক্রিকেটার খেলা ছেড়ে দেওয়ার পরে অস্ট্রেলিয়ার ঘাঁটি গেড়েছেন। সেই তালিকায় যুক্ত হতে চলেছে আরও এক ক্রিকেটারের নাম।