কিংবদন্তি সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের মৃত্যু আসমুদ্র হিমাচলকে নাড়িয়ে দিয়েছে। শোকের বাষ্পে আপাতত আচ্ছন্ন গোটা দেশ। একমাস ব্যাপী দীর্ঘ লড়াই শেষে কোভিড শেষ পর্যন্ত ব্রিচ ক্যান্ডি হাসপাতালে কেড়ে নিয়েছে ভারতের নাইটেঙ্গেলকে।
তাঁর রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যে হাজির ছিলেন দেশের তাবড় তাবড় সেলেব্রিটিরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শচীন তেন্ডুলকর, বলিউড বাদশা শাহরুখ খান। কেন্দ্রীয় সরকারের তরফে দু-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: ‘২০ বছরের লেডি নেই, বিশ্বাসই হচ্ছে না’, সুরসম্রাজ্ঞীর প্রয়াণে মুষড়ে পড়লেন সৌরভ
গানের জগতের বাসিন্দা হলেও লতা মঙ্গেশকরের ক্রিকেটের প্রতি প্রেম কোনও অজানা বিষয় নয়। নিয়মিত ভারতীয় ক্রিকেটের একনিষ্ঠ সমর্থক ছিলেন। ১৯৮৩-তে ভারত যেবার প্ৰথমবারের মত বিশ্বকাপ জেতে, সেবার লর্ডসের গ্যালারিতে হাজির ছিলেন স্বয়ং তিনি।
কপিল দেবের নেতৃত্বে ভারত সেবার বিশ্বকাপে প্ৰথমবারের মত চ্যাম্পিয়ন হয়। সেবার তো বটেই লতা মঙ্গেশকরের ক্রিকেট প্রেম অটুট ছিল শেষ নিঃশ্বাস পর্যন্ত। ২০১১-তে ভারত বিশ্বচ্যাম্পিয়ন হয় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। ফাইনালে শ্রীলঙ্কাকে হারানোর আগেই অবশ্য ভারত হৃদয় জিতে নিয়েছিল সেমিফাইনালে দুর্দান্ত খেলে পাকিস্তানকে হারিয়ে।
সেই ম্যাচে ভারতের জয়ের জন্য উপবাস করেন দেশের নাইটেঙ্গেল। মোহালিতে গোটা ম্যাচ চলে সাড়ে নয় ঘন্টার বেশি সময়। ম্যাচ চলাকালীন কিছু মুখে তোলেননি তিনি।
সেই সময় সংবাদসংস্থা পিটিআই-কে লতা মঙ্গেশকর জানিয়েছিলেন, "গোটা ম্যাচ দেখেছি। ভীষণই টেনশনে ছিলাম। ভারত যখন ক্রিকেট খেলে, তখন আমাদের পরিবারের সকলেই কোনও না কোনও সংস্কার মেনে চলে। আমি, মিনা এবং ঊষা গোটা ম্যাচের সময় কিছু খাইনি। দেশের জয়ের জন্য সর্বক্ষণ গলা ফাটিয়ে গিয়েছি। ভারত জেতার পরেই আমরা ডিনার করতে বসি।"
আরও পড়ুন: বিশ্বকাপ জয়ী ছোটদের কীর্তিতে উচ্ছ্বসিত সৌরভ-শাহরা! লাখ-লাখ টাকার পুরস্কার ঘোষণা
ঘটনাচক্রে, ভারতরত্ন এই কিংবদন্তি ১৯৮৩ সালে প্ৰথমবার বিশ্বকাপ জয়ের পর কনসার্ট আয়োজন করে টাকা তুলে বোর্ডের হাতে অর্থ তুলে দেন, যাতে বিশ্বকাপজয়ী দলকে সংবর্ধনা দেওয়া যায়। বোর্ড তারপরে প্রত্যেক ক্রিকেটারকে ১ লক্ষ টাকা পুরস্কার দিতে সমর্থ হয়। ক্রিকেটপ্রেমী লতা মঙ্গেশকরের ব্যক্তিগত সংগ্রহে রয়েছে ডন ব্র্যাডম্যানের স্বাক্ষরিত ফটোগ্রাফও।
কিংবদন্তি মহাগায়িকার জন্য শোকপ্রকাশ করেছে ক্রীড়ামহল। সৌরভ গঙ্গোপাধ্যায় তো বটেই বীরেন্দ্র শেওয়াগ, বিরাট কোহলি, ভিভিএস লক্ষ্মণরা শ্রদ্ধাজ্ঞাপন করেছেন লতাকে। ওয়াঘার ওপার থেকেও একের পর এক ক্রীড়াব্যক্তিত্বরা শোকপ্রকাশ করেছেন লতার প্রয়াণে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন