Advertisment

বিশ্বকাপে খেলতে হলে কী করতে হবে! ভারতে আসার ঠিক আগেই জানালেন ওয়েঙ্গার

বড় আপডেট দিলেন ওয়েঙ্গার

author-image
IE Bangla Sports Desk
New Update
wenger-india

ভারতে আসছেন ওয়েঙ্গার

কিংবদন্তি ফুটবল কোচ আর্সেন ওয়েঙ্গার জানিয়ে দিলেন FIFA এবং AIFF-এর মধ্যে "সহযোগিতা" এবং "দৃঢ় ইচ্ছা"ই ভারতের কেন্দ্রীয় একাডেমির সাফল্যের অন্যতম চাবিকাঠি। এই একাডেমির জন্যই তিনি অক্টোবরে ভারতে আসছেন।

Advertisment

ওয়েঙ্গার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে এবং সচিব শাজি প্রভাকরণের সঙ্গে গত অগাস্টে অস্ট্রেলিয়ায় এই একাডেমি তৈরির জন্যই সাক্ষাত করেছিলেন। তিনি এই বৈঠকের পরে "খুব আশাবাদী" এমনটাও বলেছিলেন।

ফেডারেশনের রিলিজ করা এক প্রেস বিজ্ঞপ্তিতে ওয়েঙ্গার বলেছেন, "ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। বিশ্বের অন্যতম বৃহত্তম একটি দেশ ফুটবল বিকাশে উদ্যোগী হয়েছে। এটা রীতিমত যুক্তিপূর্ণ বিষয়।"

ওয়েঙ্গার আরও জানাচ্ছেন, "১.৪ বিলিয়ন মানুষ। অনেকটা সোনার খনির মত। তবে এই বিষয়ে আমরা কিন্তু ভালভাবে বিশ্লেষণ বা চিহ্নিত করতে পারিনি,"

“তাই আমাদের এমন ব্যক্তিদের প্রয়োজন যাঁরা প্রতিভা সনাক্ত করার কাজ করতে পারবেন। এই কারণেই FIFA এবং AIFF-এর মধ্যে সহযোগিতা ভীষণ গুরুত্বপূর্ণ।"

ওয়েঙ্গারের বিশ্বাস, ভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে যা আলোচনা হয়েছে, তা সাফল্যে পর্যবসিত হবে, "আমাদের যা আলোচনা হয়েছে তাতে মনে হয়েছে, AIFF আমাদের সঙ্গে অগ্রসর হতে দারুণভাবে উৎসাহী। আমরা একসাথে একটি দুর্দান্ত প্রোজেক্ট করতে চলেছি।"

ফুটবল উন্নয়নের জন্য জাপানের থেকেও শিক্ষা নিতে বলছেন ওয়েঙ্গার। জানাচ্ছেন, "আমি ১৯৯৫-এ জাপানে গিয়েছিলাম। ওঁরা পেশাদার লিগ শুরু করে ১৯৯৩-এ। ওরা দ্রুতই বুঝতে পারে, দেশের ফুটবলের সার্বিক মানোন্নয়নের জন্য তরুণ ফুটবলারদের জন্য একাডেমি এবং শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ।"

"ওরা বিষয়টি দারুণভাবে রপ্ত করে। এখন ওঁদের দেখুন, ছেলেদের পাশাপাশিও মেয়েরা বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে জাপান। জাপান অনুসরণ করার জন্য ভাল দৃষ্টান্ত। ওঁরা বুঝতে পেরেছিল যে শিক্ষাই চাবিকাঠি।"

আরও পড়ুন: ভাল কোচই এনেছে ইস্টবেঙ্গল! বিস্ফোরক সাক্ষাৎকারে লাল-হলুদের ‘বিশ্বাসঘাতক’ লোবেরা

"সামগ্রিকভাবে, পুরো বিষয়টি দুটো জিনিসের ওপর রয়েছে। প্রথমত, প্রতিভা চিহ্নিত করার কাজ করতে হবে। তারপর শিক্ষামূলক প্রোগ্রাম এবং কোচিং এর মান তৈরি করা অবশ্য কর্তব্য। এআইএফএফকে আমাদের সঙ্গে শিক্ষানীতির দায়িত্ব নিতে হবে।"

“আমাদের প্রথমে প্রতিভা সনাক্ত করতে AIFF এর সঙ্গে কাঁধে কাঁধ কাজ করতে হবে। এবং এর পরে আমাদের সেরাদের সঙ্গে সেরাদের গ্রুপ তৈরি করতে হবে। এই গোটা বিষয়টি গোটা দেশের জন্য তৃণমূল স্তরে খেলার ভিত্তি।"

কিংবদন্তি কোচ পুরো বিষয়ের প্ল্যানিংয়ের জন্য অক্টোবরেই ভারত সফরের আসছেন।

"গোটা প্ল্যানিং কীভাবে সম্পন্ন হচ্ছে যেভাবে, তাতে আমি খুশি। অক্টোবর নাগাদ ভারতে যাচ্ছি," তিনি জানিয়েছেন।

ওয়েঙ্গারের আরও বক্তব্য, ক্রিকেট ভারতের এক নম্বর খেলা হওয়া সত্ত্বেও, অন্যান্য খেলার জন্যও যথেষ্ট জায়গা রয়েছে, "বর্তমানে ক্রিকেট ভারতের এক নম্বর খেলা। ক্রিকেটের বিরুদ্ধে আমি নই। আমি দীর্ঘদিন ইংল্যান্ডে ছিলাম এবং জানি ক্রিকেট ইংল্যান্ডের জন্য কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু অন্যান্য খেলার জন্যও জায়গা আছে। সব বাচ্চারা শুধু ক্রিকেট খেলতে চায় না। আমরা ওদের সেই সুযোগ দিতে চাই। ফুটবল একটি দুর্দান্ত খেলা যেখানে কোনও বৈষম্য নেই।" বলেছেন কিংবদন্তি কোচ।

AIFF Indian Football FIFA indian football team
Advertisment