MS Dhoni: ভোটের মুখে বড় দায়িত্বে ধোনি! বিশ্বজয়ী অধিনায়ককে দেওয়া হল বিশাল ভূমিকা

MS Dhoni News: উইকেটরক্ষক-ব্যাটার ধোনি ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ২০১৯ সালে তিনি শেষবার ভারতের হয়ে খেলেন। তবে, এবছরও আইপিএল খেলেছেন।

MS Dhoni News: উইকেটরক্ষক-ব্যাটার ধোনি ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ২০১৯ সালে তিনি শেষবার ভারতের হয়ে খেলেন। তবে, এবছরও আইপিএল খেলেছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Dhoni, Jharkhand, ধোনি, ঝাড়খণ্ড,

Dhoni-Jharkhand: নতুন ভূমিকায় ক্রিকেট দুনিয়ার আদরের মাহি। (ছবি- টুইটার)

MS Dhoni appointed as Brand ambassador for Jharkhand assembly election: বিধানসভা ভোটে ঝাড়খণ্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন মহেন্দ্র সিং ধোনি। নির্বাচন কমিশন জানিয়েছে, ভারতের প্রাক্তন অধিনায়ক ভোটারদের ভোটদানে উদ্ধুব্ধ করার কাজ শুরু করেছেন। ক্রিকেট বিশ্বের আইকন ধোনি ঝাড়খণ্ডের ভূমিপুত্র। তিনি নির্বাচন কমিশনকে বিধানসভা নির্বাচনে তাঁর ছবি ব্যবহার করার অনুমতি দিয়েছেন। এক বিবৃতিতে একথা জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক কে রবি কুমার। 

Advertisment

রাঁচিতে এক সাংবাদিক বৈঠকে রবি কুমার বলেন, 'মহেন্দ্র সিং ধোনি তাঁর ছবি ব্যবহারের জন্য নির্বাচন কমিশনকে অনুমতি দিয়েছেন। আমরা অন্যান্য বিশদ বিবরণের জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করেছি। ধোনি ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধ করার কাজ করছেন।' ধোনি বর্তমানে আইপিএলে খেলেন। তিনি চেন্নাই সুপার কিংস (সিএসকে) দলে খেলেন। গতবছর পর্যন্ত দলের অধিনায়ক ছিলেন। ২০২৪ সালে তাঁকে সরিয়ে চেন্নাই রুতুরাজ গায়কোয়াড়কে অধিনায়ক করেছে।

চেন্নাই সুপার কিংস (CSK) তারকা, সিস্টেমেটিক ভোটার এডুকেশন অ্যান্ড ইলেক্টোরাল পার্টিসিপেশন (SWEEP) কর্মসূচির অধীনে ভোটারদের মধ্যে সচেতনতা বাড়ানোর কাজ করে চলেছেন। ভোটারদের আরও বেশি করে ভোটদানে উৎসাহিত করতে তিনি নির্বাচনী সংস্থার হয়ে ভোটারদের কাছে আবেদন করছেন। ১৩ নভেম্বর ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন। প্রথম ধাপে ৪৩টি আসনে নির্বাচন হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন সরাইকেলা থেকে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আরও পড়ুন- নিউজিল্যান্ড সিরিজ হারের দায় কার! মুম্বই টেস্টের আগেই বোমা ফাটালেন গম্ভীর

Advertisment

উইকেটরক্ষক-ব্যাটার ধোনি ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ২০১৯ সালে তিনি শেষবার ভারতের হয়ে খেলেন। তবে, আইপিএলে আরও খেলতে চান বলেই ধোনি জানিয়েছেন। তবে, অনুরাগীরা তাঁকে আইপিএলে আর দেখতে পাবেন কি না, সেটা এখনও স্পষ্ট নয়। সিএসকে অবশ্য চাইলে তাঁকে 'আনক্যাপড' খেলোয়াড় হিসেবে দলে রাখতে পারে। ২০১৯ থেকে ধোনি ভারতের হয়ে কোনও ম্যাচ না খেলায় তাঁকে 'আনক্যাপড' খেলোয়াড়ের কোটায় ধরেই রাখতে পারে সিএসকে। তবে, গোটাটাই স্পষ্ট হবে এদিনের পর।

Indian Cricket Team Election jharkhand MS DHONI