Advertisment

ভিডিও দেখুন: ৭/১৮, টোয়েন্টি-টোয়েন্টিতে ইতিহাস প্রোটিয়া স্পিনারের

দক্ষিণ আফ্রিকার স্পিনার কলিন অ্য়াকারম্য়ান চলতি ভাইটালিটি টিটোয়েন্টি ব্লাস্টে ইতিহাস লিখলেন। গত বুধবার ইংলিশ কাউন্টি ম্য়াচে লেস্টারশায়ার ফক্সেসের হয়ে বার্মিংহ্য়াম বিয়ার্সের বিরুদ্ধে ১৮ রানে তুলে নিলেন সাত উইকেট।

author-image
IE Bangla Web Desk
New Update
Leicestershire spinner Colin Ackermann takes seven wickets in an innings to set new T20 world record

ভিডিও দেখুন: ৭/১৮, টোয়েন্টি-টোয়েন্টিতে ইতিহাস প্রোটিয়া স্পিনারের

বাইশ গজে তৈরি হলো নতুন টি২০ বিশ্বরেকর্ড। দক্ষিণ আফ্রিকার স্পিনার কলিন অ্য়াকারম্য়ান চলতি ভাইটালিটি টিটোয়েন্টি ব্লাস্টে ইতিহাস লিখলেন। গত বুধবার ইংলিশ কাউন্টি ম্য়াচে লেস্টারশায়ার ফক্সেসের হয়ে বার্মিংহ্য়াম বিয়ার্সের বিরুদ্ধে ১৮ রানে তুলে নিলেন সাত উইকেট।২৮ বছর বয়সি অফ-স্পিনার অ্য়াকারম্য়ান দলের ৫৫ রানের জয়ের দিনে মাইকেল বার্জেস, স্য়াম হেইন, উইল রোডস, লিয়াম ব্য়াংকস, অ্য়ালেক্স থমসন, হেনরি ব্রুকস ও জীতেন প্যাটেলের উইকেট নিয়েছেন।

Advertisment


এর আগে টিটোয়েন্টি ফর্ম্য়াটে মালয়েশিয়ার আরুল সুপিয়া সমারসেটের হয়ে গ্ল্য়ামারগনের বিরুদ্ধে ২২ বলে ৬ রান খরচ করে তুলে নিয়েছিলেন পাঁচ উইকেট। আট বছর সেই রেকর্ড অক্ষত ছিল। অ্যাকারম্য়ান ভাঙলেন সুপিয়ার সেই রেকর্ড। এর আগে টিটোয়েন্টিতে আকারম্য়ানের সেরা পরিসংখ্য়ান ছিল ২১ রানে তিন উইকেট। ১৯০ রান তাড়া করতে নেমে বার্মিংহ্য়াম ১৩৪ রানে গুটিয়ে যায়। সৌজন্য়ে অবশ্য়ই আকারম্য়ানের স্পিনিং ফাঁদ।

আরও পড়ুন: আমূল বদল কোহলির, ভিডিও পোস্ট করে শোনালেন শেষ তিন বছরের গল্প

cricket
Advertisment