/indian-express-bangla/media/media_files/2025/07/29/lionel-messi-kiss-cam-2025-07-29-09-13-51.jpg)
Lionel Messi Kiss Cam: কোল্ডপ্লে-র কিসক্যামে ধরা পড়তেই কী করলেন লিওনেল মেসি?
Lionel Messi caught on kiss cam at Coldplay concert: সম্প্রতি Coldplay কনসার্টে ব্যবহার হওয়া ‘Kiss Cam’ ঘিরে একের পর এক ঘটনা সামনে আসছে। কিছুদিন আগেই এই ক্যামেরায় ধরা পড়ে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছিলেন মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা Astronomer-এর সিইও অ্যান্ডি বায়রন। স্ত্রীর অজান্তে প্রেমিকার সঙ্গে কনসার্ট দেখতে গিয়ে ধরা পড়ে যান তিনি। এবার সেই কিস ক্যামের ফ্রেমে উঠে এল এক সম্পূর্ণ ভিন্ন, আবেগঘন মুহূর্ত। ক্যামেরার মুখোমুখি হলেন বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি ও তাঁর স্ত্রী আন্তোনেলা।
রবিবার রাতে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল কোল্ডপ্লে’র কনসার্ট। প্রাইভেট সুইটে বসে স্ত্রী ও তিন সন্তানকে সঙ্গে নিয়ে অনুষ্ঠান উপভোগ করছিলেন মেসি। মঞ্চে তখন কোল্ডপ্লের পারফরম্যান্স চলছে, ঠিক সেই সময়ই কিস ক্যাম ধরা দেয় মেসি-আন্তোনেলার দিকে। জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে তাঁদের হাসিমুখ। ক্যামেরার দিকে তাকিয়ে দু’জনেই হাত নাড়েন, একসঙ্গে ধরা পড়ে তাঁদের মিষ্টি মুহূর্ত।
আরও পড়ুন রোনাল্ডোর এই রেকর্ড অধরাই রইল মেসির, কোনওদিন আর ভাঙতে পারবেন না!
এই দৃশ্য দেখে গোটা স্টেডিয়াম ‘মেসি! মেসি!’ ধ্বনিতে গর্জে ওঠে। কোল্ডপ্লের লিড সিংগার ক্রিস মার্টিন মেসিকে দেখে উচ্ছ্বসিত প্রশংসায় বলেন, “আপনি আজ আমাদের কনসার্টে এসেছেন, এর জন্য অনেক ধন্যবাদ। আপনি সর্বকালের সেরা তারকা।”
#Espectaculos | ⚽️❤️ Lionel Messi y Antonella Roccuzzo, fueron sorprendidos por la kiss cam, en un concierto de #ColdplayMiami
— Notitarde (@webnotitarde) July 28, 2025
La famosa kiss cam, se ha vuelto viral por el escándalo entre el CEO y la jefa de RRHH de la empresa #AstronomerCEO
📹: RRSS pic.twitter.com/5U0yLZFwJS
অন্যদিকে, দিন পনেরো আগের কনসার্টেই বিতর্কে জড়ান অ্যাস্ট্রোনমার সিইও অ্যান্ডি বায়রন। সংস্থার এইচআর প্রধান ক্রিস্টিন ক্যাবোর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল তাঁকে। কিস ক্যামে ধরা পড়তেই ক্যামেরা থেকে মুখ লুকানোর চেষ্টা করেন তাঁরা, আর সেই দৃশ্য দেখেই মজার ছলে মন্তব্য করেন ক্রিস মার্টিন, “হয় এরা পরকীয়া করছে, নয়তো খুব লাজুক।”
আরও পড়ুন ফের কলকাতায় আসছেন লিওনেল মেসি? তবে রয়েছে একটা 'ছোট্ট টুইস্ট'
এই দুই বিপরীতধর্মী ঘটনা এখন সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু। একদিকে বিতর্ক, অন্যদিকে ভালবাসায় ভরা মেসি-আন্তোনেলার মুহূর্ত, কিস ক্যাম যেন এক কনসার্টেই জীবনের সব রঙ দেখিয়ে দিল।