Lionel Messi vs Cristiano Ronaldo: ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপে (FIFA Club World Cup 2025) লিওনেল মেসির যাত্রা শেষ হয়ে গেল। রবিবার (২৯ জুন) রানে প্যারিস সাঁ-জাঁ'র বিরুদ্ধে খেলতে নেমেছিল ইন্টার মায়ামি (Inter Miami)। প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইন্টার মায়ামি ০-৪ গোলে হেরে গিয়েছে। এরমধ্যে জোড়া গোল করেন জোয়াও নেভেস। একটি আত্মঘাতী গোল হয়। আর একটি গোল করেন আশরাফ হাকিমি।
প্রথমার্ধেই ইন্টার মায়ামি লড়াই থেকে কার্যত ছিটকে গিয়েছিল। কারণ চারটে গোলই প্রথম ৪৫ মিনিটের মধ্যে এসেছিল। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে মেসি বেশ কয়েকটা সুযোগ তৈরি করেন। দুটো গোলমুখী শটও ছিল। কিন্তু, আমেরিকার এই ফুটবল ক্লাব একটাও গোল করতে পারেনি। শেষ ম্য়াচে কোনও গোল না করেই তাদের বিদায় নিতে হল।
Cristiano Ronaldo Salary: চুক্তি বাড়তেই 'লক্ষ্মীর ভাণ্ডার'! প্রতি বছর রোনাল্ডোকে কত টাকা দেবে আল-নাসের?
অল্পের জন্য বেঁচে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেকর্ড
রবিবাসরীয় ম্য়াচে ইন্টার মায়ামি একটাও গোল হয়নি। আর সেকারণেই অল্পের জন্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দীর্ঘদিন ধরে সযত্নে বাঁচিয়ে রাখা একটি রেকর্ড অল্পের জন্য বেঁচে গেল। পর্তুগালের এই তারকা ফুটবলার ক্লাব বিশ্বকাপে মোট সাতটি গোল করেছেন। এরপর চারজন ফুটবলার ৬ গোল করেছেন। ক্লাব ফুটবল বিশ্বকাপের ইতিহাসে রোনাল্ডোই একমাত্র ফুটবলার যিনি ৭ গোল করেছেন।
PSG vs Inter Miami: ইন্টার মায়ামিকে নিয়ে ছেলেখেলা পিএসজি-র, প্রাক্তন ক্লাবের কাছে লজ্জার হারে বিদায় মেসির
রোনাল্ডো ইতিমধ্যে মোট ৪ বার এই টুর্নামেন্টে খেলেছেন। ২০০৮ সালে তিনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড দলের হয়ে খেলেছিলেন। এরপর রিয়াল মাদ্রিদের হয়ে তিনি ২০১৪, ২০১৬ এবং ২০১৭ সালে খেলেছিলেন। ২০০৮ সালে একটি গোল করেছিলেন তিনি। ২০১৬ সালে করেছিলেন তিনটে গোল। এরমধ্যে ফাইনাল ম্য়াচে হ্যাটট্রিক করেছিলেন তিনি। ২০১৭ সালে জোড়া গোল করেছিলেন ৫ বারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার।
Lionel Messi Jersey To Mohun Bagan: মেসির জন্মদিনে 'বিশেষ উপহার' পেল মোহনবাগান, আনন্দে উত্তাল সবুজ-মেরুন সমর্থকরা
মেসি এবং মায়ামি ফরোয়ার্ড লুই সুয়ারেজ এই প্রতিযোগিতায় মোট ৬ গোল করেছেন। তবে রোনাল্ডোর রেকর্ড এখনও পর্যন্ত তিনি স্পর্শ করতে পারেননি। এবার থেকে এই টুর্নামেন্ট প্রতি চার বছর অন্তর আয়োজন করা হবে। অর্থাৎ মেসি যে আর কখনই রোনাল্ডোর রেকর্ড স্পর্শ করতে পারবে না, তা বলাই বাহুল্য।