রোনাল্ডোকে কাঁদিয়ে এককভাবে শীর্ষে মেসি! ফিফার সেরার সেরা তালিকায় রেকর্ড অর্জন মহানায়কের

রোনাল্ডোকে রেকর্ড ভেঙে চুরমার করলেন মেসি

রোনাল্ডোকে কাঁদিয়ে এককভাবে শীর্ষে মেসি! ফিফার সেরার সেরা তালিকায় রেকর্ড অর্জন মহানায়কের

সোমবার রাতেই ফিফার তরফে FIFPRO Men’s World 11 প্রকাশ করা হল। সেই তালিকায় জায়গা পেয়ে ফের একবার রোনাল্ডোকে।পেরিয়ে গেলেন আর্জেন্টিনীয় মহানায়ক লিওনেল আন্দ্রেস মেসি। সবথেকে বেশিবার এই তালিকায় জায়গা পাওয়ার ক্ষেত্রে এতদিন যুগ্মভাবে শীর্ষে ছিলেন মেসি-রোনাল্ডো (১৫ বার)। তবে সোমবার রাতের পর এককভাবে শীর্ষে মেসি (১৬ বার)। থিবাউ কুরতোয়া, অচরাফ হাকিমি, জোয়াও ক্যান্সেলো, ক্যাসেমিরো এবং করিম বেঞ্জিমা সকলেই এই তালিকায় প্রথমবার জায়গা পেয়েছেন।

২০০৬-এর পর এই প্ৰথমবার এই একাদশে জায়গা পেলেন না রোনাল্ডো। লুকা মদ্রিচ ষষ্ঠবারের মত স্থান পেলেন। এই তালিকায় একাধিকবার জায়গা পাওয়ার নজির রয়েছে দানি আলভেজ (৮ বার) আন্দ্রে ইনিয়েস্তা (৯ বার), সের্জিও রামোস (১১ বার), রোনাল্ডোর (১৫ বার)।

আরও পড়ুন: এমবাপে ধারেকাছেই নেই মেসির! ফিফার সেরার সেরা পুরস্কার বিশ্বকাপজয়ী মহানায়ককেই

২০২০, ২০২১-এ জায়গা পাননি। তবে এবার ফের এই একাদশে জায়গা করে নিয়েছেন কিলিয়ান এমবাপে। এরলিং হালান্ড টানা দু-বার স্থান পেলেন। ভার্জিল ভ্যান জিক, কেভিন ডি ব্রুইন তৃতীয়বার জায়গা পেয়েছেন।

যাইহোক, বিশ্বকাপ জয়ের পর আরও একবার মেসি টেক্কা দিলেন ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপেকে। সোমবার ফিফার বর্ষসেরা পুরস্কারে ফের একবার সম্মানিত হলেন মেসি। টানা দু-বছর মহিলাদের ফুটবলে ফিফার বর্ষসেরা হলেন আলেক্সিয়া পুতেয়াস।

গত বছর কাতারে কিলিয়ান এমবাপের ফ্রান্সের বিরুদ্ধে মেসি ম্যাজিকে ভর করে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। দীর্ঘ ৩৬ বছর পর। তারপর ফিফার বর্ষসেরার তালিকায় মেসির সঙ্গেই বাছাই তালিকায় ছিলেন কিলিয়ান এমবাপে, করিম বেঞ্জিমারা। তবে দুই ফরাসি তারকাকে টেক্কা দিয়ে সপ্তমবারের মত ফিফার সেরা হলেন মেসি। গত ১৪ বছরে সাতবারই এই পুরস্কার উঠল মেসির হাতে।

আরও পড়ুন: ধর্ষণে অভিযুক্ত মেসি-এমবাপেদের বন্ধু! ভয়ঙ্কর ঘটনায় কালির ছিটে বিশ্বকাপের চমক জাগানো তারকার

ফিফার বর্ষসেরার সম্মান পেয়ে আপ্লুত মেসি বলে দিয়েছেন, “পাগলের মত মনে হচ্ছে। দীর্ঘদিন অপেক্ষার শেষে বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়েছে। শেষ পর্যন্ত সেই স্বপ্ন সার্থক হয়েছে। এটা আমার কেরিয়ারে ঘটা সুন্দরতম ঘটনা। যে কোনও ফুটবলারের কাছেই এটা স্বপ্ন। তবে খুব কম সংখ্যক ফুটবলারই এই স্বপ্ন অর্জন করতে পারে। এই কৃতিত্বের জন্য ঈশ্বরকে ধন্যবাদ।”

FIFPRO Men’s World 11
গোলকিপার: থিবাউ কুর্তোয়া (রিয়েল মাদ্রিদ/বেলজিয়াম)
ডিফেন্ডার: জোয়াও ক্যান্সেলো (ম্যান সিটি/ পর্তুগাল), অচরাফ হাকিমি (পিএসজি/ মরক্কো), ভার্জিল ভ্যান জিক (লিভারপুল/ নেদারল্যান্ডস)
মিডফিল্ডার: ক্যাসেমিরো (ম্যান ইউ/ ব্রাজিল), কেভিন ডি ব্রুইন (ম্যান সিটি/ বেলজিয়াম), লুকা মদ্রিচ (রিয়েল মাদ্রিদ/ ক্রোয়েশিয়া)
ফরোয়ার্ড: করিম বেঞ্জিমা (রিয়েল মাদ্রিদ/ ফ্রান্স), এরলিং হালান্ড (ম্যান সিটি/ নরওয়ে), কিলিয়াম এমবাপে (পিএসজি/ ফ্রান্স), লিওনেল মেসি (পিএসজি/ আর্জেন্টিনা)

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Lionel messi overtakes cristiano ronaldos in securing place for record fifpro mens world 11

Next Story
ধর্ষণে অভিযুক্ত মেসি-এমবাপেদের বন্ধু! ভয়ঙ্কর ঘটনায় কালির ছিটে বিশ্বকাপের চমক জাগানো তারকার
Exit mobile version