Advertisment

প্রতীক্ষার অবসান, ফের দেশের জার্সিতে মেসি, কোপা দেখবে নেইমারের সঙ্গে তাঁর মহারণ

চলতি বছর রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলোয় ছিটকে যায় আর্জেন্তিনা। তারপর আর দেশের জার্সি গায়ে চাপাননি লিওনেল মেসি। শোনা যাচ্ছিল, আর্জেন্তাইন অধিনায়ক সম্ভবত অবসরের পথেই হাঁটবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Lionel Messi, Sergio Aguero In Argentina Preliminary Copa America Squad

প্রতীক্ষার অবসান, ফের দেশের জার্সিতে মেসি, কোপা দেখবে নেইমারের সঙ্গে তাঁর মহারণ (ছবি-টুইটার)

প্রতীক্ষার অবসান। ফের একবার নীল-সাদা জার্সিতে দেখা যাবে লিওনেল মেসিকে। সাময়িক অবসর ভেঙে ফের দেশের জার্সিতে প্রত্যাবর্তন করলেন এলএমটেনকে। কোপা আমেরিকায় আর্জেন্তিনার নেতা তিনিই। ক্যাপ্টেন্স আর্মব্যান্ড পরেই নামবেন আর্জেন্তাইন জার্সিতে। নেইমারের ব্রাজিলের বিরুদ্ধে তাঁকে দেখা যাবে কোপার মেগাডুয়েলে। ফ্যানেরা এখনই উত্তেজনায় ফুটতে শুরু করেছেন। আর্জেন্তিনা কোপার জন্য ২৩ সদস্যের প্রাথমিক দল বেছে নিয়েছে। সেখানেই জ্বলজ্বল করছে মেসির নাম

Advertisment

চলতি বছর রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলোয় ছিটকে যায় আর্জেন্তিনা। তারপর আর দেশের জার্সি গায়ে চাপাননি লিওনেল মেসি। শোনা যাচ্ছিল, আর্জেন্তাইন অধিনায়ক সম্ভবত অবসরের পথেই হাঁটবেন। কিন্তু মেসি ফের একবার জাতীয় কর্তব্য পালন করতে চলেছেন। ২০১৬ সালে কোপা অ্যামেরিকার শতবর্ষের আসর ছিল। ফাইনালে আর্জেন্তিনা ব্যর্থ হওয়ার পরে আন্তর্জাতিক ফুটবল থেকে বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন মেসি। যদিও সেবার অবসর ভেঙে নীল-সাদা জার্সিতে ফিরেছিলেন মেসি। এবারও তাই করলেন লিও। আর্জেন্তিনার হয়ে শুধু মেসিই নয়. তাঁর পাশে অ্যানহেল ডি মারিয়া এবং সের্জিও আগুয়েরোকেও দেখা যাবে। কিন্তু সুযোগ পাননি গঞ্জালো হিগুয়েন।


আরও পড়ুন: বিশ্বকাপের মাঝেই কোপা আমেরিকা, কারা বাদ গেলেন ব্রাজিল দল থেকে?

আর্জেন্তিনা দল:

গোলকিপার: অগাস্টিন মার্চেসিন, জুয়ান মুসো, ফ্র্যাঙ্কো আর্মানি, এস্তেবেন আনদ্রাদা, জর্নিমো রুলি

ডিফেন্ডার: জার্মান পেজেল, গ্যাব্রিয়েল মার্সেডো, জুয়ান ফয়েথ, নিকোলাস ওটামেন্ডি, ওয়ালটার কেনম্যান, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস অ্যাকুনা, গঞ্জালো মন্টিয়েল, রেনজো সারাভিয়া, লিসান্দ্রো মার্টিনেজ ও রামিরো ফুনেস ফোরি

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারদেস, অ্যানহেল ডি মারিয়া, গুইদো রডরিগেজ, গিওভানি লো সেলসো, ম্যানুয়েল লানজিনি, রবার্তো পেরেরা, মাতিয়াস জারাচো, ইভান মারকোন, ডোমিঙ্গো ব্ল্যানকো, রডরিগো ডি পল, এক্সেকুইল প্যালাসিওস ও ম্যাক্সিমিলানো মেজা,

 ফরোয়ার্ড: লিওনেল মেসি, সের্জিও আগুয়েরো, গঞ্জালো মার্টিনেজ, পাওলাো দিবালা, অ্যানহেল কোরেরা, লটানো মার্টিনেজ, ডারিও বেনেডেট্টো, মাতিয়াস সুয়ারেজ ও মাউরো ইকার্ডি।

সামনের মাসেই বিশ্বকাপ। ক্রিকেটের সবচেয়ে বড় ইভেন্টে মাতবে বাইশ গজ। আর ব্যাট-বলের মহারণের মাঝেই কিন্তু লাতিন আমেরিকা মজবে তাদের প্রিয় ফুটবল টুর্নামেন্টে। আগামী ১৪ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত ফুটবলের মক্কা ব্রাজিলে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকা। ৪৬ তম সংস্করণ এবার।

Lionel Messi Argentina
Advertisment