Advertisment

লা লিগার ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে নয়া নজির মেসির

লিওনেল মেসি আর রেকর্ড প্রায় সমার্থক। মাঠে ফুটবলের সঙ্গেই রেকর্ডও তাঁর পায়ে পায়ে ঘোরে। এবার লা লিগায় ইতিহাস লিখে ফেললেন বার্সেলোনার আর্জেন্তাইন সুপারস্টার।

author-image
IE Bangla Web Desk
New Update
Messi

রেকর্ডের আরেক নাম মেসি (ছবি টুইটার)

লিওনেল মেসি আর রেকর্ড প্রায় সমার্থক। মাঠে ফুটবলের সঙ্গেই রেকর্ডও তাঁর পায়ে পায়ে ঘোরে। এবার লা লিগায় ইতিহাস লিখে ফেললেন বার্সেলোনার আর্জেন্তাইন সুপারস্টার। টুর্নামেন্টের প্রথম ফুটবলার হিসেবে টানা ১৩টি মরসুমে ১০ বা তার বেশি গোল করার নজির গড়লেন এলএম টেন। চ্যাম্পিয়ন্স লিগ যেমন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পয়মন্ত টুর্নামেন্ট, ঠিক তেমনই মেসিও জ্বলে ওঠার জন্য় বেছে নেন স্পেনের সেরা ফুটবল প্রতিযোগিতা লা লিগাকেই। 

Advertisment


শনিবার বার্সেলোনা চার গোলের মালা পড়িয়েছে এসপ্যানিওলকে। এ ম্যাচে জোড়া গোল করলেন লিও। দু’টি গোলই এসেছে চোখ ধাঁধানো ফ্রি-কিক থেকে। মেসি শুধু গোলই করেননি, করিয়েছেনও। মেসি তাঁর কেরিয়ারে এই প্রথম কোনও ম্যাচে জোড়া গোল করলেন ফ্রি-কিক থেকে। ৩১ বছরের মেসি এই মরসুমে বার্সার জার্সিতে ১৩টি ম্যাচ খেলে ১১টি গোল করেছেন, আটটি গোল করিয়েছেন। রাশিয়া বিশ্বকাপের পর আর দেশের জার্সিতে মাঠে নামেননি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার। কিন্তু বার্সার জার্সিতে প্রায় প্রতি ম্যাচেই ফুল ফোটাচ্ছেন তিনি।

আরও পড়ুন: মেসি-রোনাল্ডোর থেকেও বেশি গোল করে ফেলেছেন এই ফুটবলার!

মেসি রয়েছেন আগুনে ফর্মে। দলের সঙ্গে তিনিও ছুটছেন অশ্বমেধের ঘোড়ার মতো। মেসি এই ম্যাচে আরও একটি রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন। গত চার মরসুমে ইউরোপের প্রথম সারির চার লিগ মিলিয়ে মেসির থেকে বেশি কেউ আর সরাসরি ফ্রি-কিকে গোল করতে পারেননি। চলতি বছর মেসি ফ্রি-কিকেই করেছেন ১০টি গোল। এই সংখ্যাটাও চমতে দেওয়ার মতো। মেসির বার্সেলোন এবারও লা লিগা জয়ের অন্যতম দাবিদার। এই মুহূর্তে স্পেনের হেভিওয়েট ক্লাব লিগ তালিকায় সবার ওপরে। ফার্স্ট বয়দের ঝুলিতে রয়েছে ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচ খেলে সেভিয়া রয়েছে দু’নম্বরে। বার্সার থেকে তিন পয়েন্ট কম তাদের।

Barcelona La Liga Lionel Messi
Advertisment