প্যারিস সাঁ-জাঁতেই যোগ দিতে চলেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি প্যারিসে পৌঁছে গিয়েছিলেন আগেই। তারপর লিগা ওয়ানের পিএসজি সঙ্গে বছরের চুক্তিতে সই করলেন মহাতারকা। স্কাই স্পোটর্স সহ বেশ কয়েকটি সংবাদ সংস্থা সুত্রে পাওয়া খবর অনুযায়ী মেসির এজেন্ট তথা তাঁর বাবা জর্জ মেসি এবং তাঁর আইনজীবিরা বেশ কিছুদিন ধরেই আলাপ আলোচনা করছিলেন। সমস্ত আইনি দিক খতিয়ে দেখার পরেই।চুক্তি সম্পন্ন হল মেসির। পিএসজির সঙ্গে।
মঙ্গলবার প্যারিসে পৌঁছান মহাতারকা। মেসিকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন পিএসজির একাধিক কর্মকর্তা সহ অগুনিত পিএসজি সমর্থক। দু'দিন আগেই খবর মেলে ১০ অগস্ট পিএসজির তরফে আইফেল টাওয়ার বুক করা হয়েছে। তখন থেকেই জল্পনা ছিল, সম্ভবত মঙ্গলবারই নতুন ক্লাবের জার্সি হাতে দেখা মিলবে মেসির। সেই জল্পনাই সত্যি হতে চলেছে। জর্জ মেসিও খবরের সত্যতা স্বীকার করে নিয়ে ল্যা সেক্সটা-কে জানিয়েছেন, "লিও আজই প্যারিস সাঁ-জাঁর সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে চলেছে।"
আরও পড়ুন: অলিম্পিকে সোনা জিতেই শাস্তির মুখে ব্রাজিল ফুটবলাররা! ক্ষোভে ফুঁসছে অলিম্পিক কমিটি
২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। তারপর কেটে গিয়েছে ২১ বছর। এই সময়কালে ছোট্ট মেসি থেকে ফুটবল মহাতারকা হয়ে ওঠার সাক্ষী থেকেছে গোটা ফুটবল বিশ্ব। বার্সার ফুটবল ইতিহাসে সবথেকে সফলতম প্লেয়ারও হয়ে উঠেছন লিও। অবশেষে ছিন্ন হল ২১ বছরের সম্পর্ক। আর্থিক চুক্তি নিয়ে আইনি জটিলতার কারণে মেসিকে আগামি মরসুমে বার্সার জার্সি গায়ে দেখা যাবে না লিও মেসিকে। বার্সার ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপাজয়ী- কাতালুনিয়ার দলটির হয়ে এ পর্যন্ত ৩৪টি শিরোপার স্বাদ পেয়েছেন মেসি। দ্বিতীয় স্থানে রয়েছেন মেসির সতীর্থ সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা। কাম্প ন্যুউ ছেড়ে যাওয়ার আগে ৩২টি ট্রফি জিতেছিলেন তিনি।
মেসির ৩৪টি ট্রফির মধ্যে অন্যতম হল ১০টি লা লিগা খেতাব, ৭টি কোপা ডেল রে, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি ক্লাব ওয়ার্ল্ড কাপ। বার্সেলোনার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর মেসি ফুটবল ইতিহাসের সবচেয়ে কাঙ্ক্ষিত ফ্রি এজেন্ট হয়েছিলেন। অবশেষে আইনি কিছু জটিলতা এবং আর্থিক টানাপোড়েনের শিকার হয়ে বার্সা ছাড়েন মেসি।
আরও পড়ুন: সব শেষ! বার্সা ছেড়ে কেঁদে ভাসালেন মেসি, দেখুন চোখে জল আনা ভিডিও
লিওনেল মেসি এফসি বার্সেলোনা থেকে বেরিয়ে আসার পর প্যারিস সেন্ট জার্মেইনে যোগ দিচ্ছেন এখবর প্রায় নিশ্চিত করেই বলা যায়। পিএসজি মেসিকে ফ্রি এজেন্ট হিসেবে চুক্তিপত্রে সই করালেও আর্জেন্টিনার কিংবদন্তিকে মোটা টাকার বিনিময়েই সই করিয়েছে ফরাসি ক্লাবটি।
লিওনেল মেসির পিএসজিতে যোগদানের ফলে ফরাসি এই ক্লাবটিকে এক অন্য ছন্দে দেখতে পাবে বিশ্ব ফুটবল। আর এল এম-১০ নয় এবার গোল করলেই লিখতে হবে এল এম ৩০। কারণ পিএসজিতে মেসির জার্সি নম্বর হতে চলেছে ৩০ নম্বর।
আরও পড়ুন: বার্সায় অতীত মেসি! ফুটবল রোম্যান্সে ভিলেন লা লিগার কুখ্যাত নিয়ম
১৭ বছর আগে বার্সার সিনিয়ার দলের হয়ে মেসি যখন প্রথম মাথে নামেন তখন তার জার্সি নম্বর ছিলো ৩০। আপাতত দুই বছরের জন্য প্যারিসে যোগ দিলেও পরবর্তী ক্ষেত্রে মেয়াদ আরও এক বছর বাড়তে পারে বলে সূত্রের খবর। মেসির ক্ষেত্রে বেতনের পরিমান হবে বছরে ৩৫ মিলিয়ন ইউরো বা প্রায় সাড়ে তিনশো কোটি টাকা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন