লিওনেল মেসি (Lionel Messi)। ফুটবল বিশ্বের রাজপুত্র তিনি। ২০২২ সালে তাঁর নেতৃত্বে আর্জেন্টিনা ফুটবল (Argentina) বিশ্বকাপ জয় করেছে। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক রেকর্ড। আপাতত মেসির বর্ণাঢ্য ফুটবল কেরিয়ার গোধূলিলগ্নে এসে দাঁড়িয়েছে। সম্প্রতি একটি ইন্টারভিউয়ে তিনি মনের অপূর্ণ ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। বলেছেন, আরও একটি সন্তানের বাবা হতে চান তিনি।
মেসি বলেছেন, 'আমি আরও একটি সন্তানের বাবা হতে চাই। যদিও সেই চেষ্টা এখনও পর্যন্ত আমি শুরু করিনি। আশা করছি, এবার আমাদের একটি ফুটফুটে মেয়ে হবে।' মেসির এই ইচ্ছার কথা ইতিমধ্যে সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
Lionel Messi Visit In India: অক্টোবরেই ভারতে আসছেন মেসি, খেলবেন প্রদর্শনী ম্যাচও
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, লিওনেল মেসি আপাতত তিন পুত্র সন্তানের বাবা। তাদের নাম থিয়াগো, মাতেও এবং চিরো। তিনজনই বার্সেলোনায় জন্মগ্রহণ করে। ফোর্ট লডারডেলের পাইন ক্রেস্ট স্কুলে তারা পড়াশোনা করে। জানা গিয়েছে, মেসির বাড়ি থেকে এই স্কুলের দুরত্বও খুব একটা বেশি নয়। মাঝেমধ্য়ে এই কিংবদন্তী ফুটবলার তাঁর সন্তানদের স্কুলেও দিয়ে আসেন।
Lionel Messi: মোহনবাগানকে অভিনন্দন জানিয়ে চমকে দিলেন লিওনেল মেসি!
প্রসঙ্গত, মেসির মতো তাঁর সন্তানরাও ফুটবল (Football) জগতে পা রাখতে চায়। মায়ামির অনূর্ধ্ব-১৩ দলে থিয়াগো, অনূর্ধ্ব-১১ দলে মাতেও এবং অনূর্ধ্ব-৭ দলে চিরো খেলে। মেসির মতো তাঁর সন্তানরাও ফরোয়ার্ড পজিশনে খেলতে ভালবাসে। থিয়াগোর ড্রিবল দেখে অনেকেই মেসির সঙ্গে তুলনা টানতে শুরুও করেছেন।
ভারতে আসছেন মেসি
ভারতে আসছেন লিওনেল মেসি। সঙ্গে আসছে গোটা আর্জেন্টিনা দল। এই খবর ইতিমধ্যে বাসি হয়ে গিয়েছে। তবে এই খবরে নয়া সংযোজন, ভারতের মাটিতে ফের একটি প্রদর্শনী ম্য়াচ খেলবেন নীল-সাদা ব্রিগেডের এই ফুটবল তারকা। ২০১১ সালে শেষবার ভারত সফরে এসেছিলেন বিশ্বকাপজয়ী এই ফুটবল অধিনায়ক। ১৪ বছর পর আবারও তিনি ভারতের মাটিতে পা রাখতে চলেছেন।
Lionel Messi: চিন সরকারের হুমকি, সমর্থকদের শাসানি মেসিকে! বিশ্বজয়ীকে ঘিরে 'বিশ্বযুদ্ধের' দামামা এশিয়ায়
প্রসঙ্গত, ২০১১ সালের সেপ্টেম্বর মাসে প্রথমবার ভারতের মাটিতে পা রেখেছিলেন লিওনেল মেসি। সেইসময় কলকাতার সল্টলেক স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা ম্য়াচের আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে আর্জেন্টিনা ১-০ হোলে জয়লাভ করে।
EB-Messi: নামেই মেসি নাকি কাজেও তেমন, আজ পরীক্ষা ইস্টবেঙ্গলের বাউলির
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বুধবার (২৬ মার্চ) আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে। উরুগুয়ে বনাম বলিভিয়া ম্য়াচ গোলশূন্য ড্র হওয়ার পরই আর্জেন্টিনার আসন কনফার্ম হয়ে গিয়েছিল। এরপর অবশ্য চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিরুদ্ধে ৪-১ গোলে জয়লাভ করে আর্জেন্টিনা। এই জয় বিশ্বকাপ যোগ্যতা অর্জনের আনন্দকে আরও বাড়িযে দেয়। যদিও এই ম্য়াচে লিওনেল মেসি খেলতে নামেননি।