ভিডিও-তে দেখুন সেরা ১০ গোল, পুসকাসের মনোনয়ন মেসি-ইব্রার
চলতি বছর পুসকাস পুরস্কারের জন্য় মনোনীত ১০ ফুটবলারের নাম ঘোষণা করে দিল ফিফা। ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফি-বছর এই পুরস্কার তুলে দেয় বর্ষসেরা গোলদাতাকে।
চলতি বছর পুসকাস পুরস্কারের জন্য় মনোনীত ১০ ফুটবলারের নাম ঘোষণা করে দিল ফিফা। ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফি-বছর এই পুরস্কার তুলে দেয় বর্ষসেরা গোলদাতাকে। সবচেয়ে সুন্দর গোল যিনি করেন তিনিই পান পুসকাস।
Advertisment
সর্বকালের অন্য়তম সেরা ফুটবলার হিসেবেই গণ্য় করা হয় হাঙ্গেরিয়ান কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাস। তাঁর নামেই এই পুরস্কারের নামকরণ করেছে ফিফা। এবছর পুসকাস পুরস্কারে মনোনীত হয়েছেন বার্সেলোনার লিওনেল মেসি ও এলএ গ্য়ালাক্সি জালাটন ইব্রাহিভোমিচ।
গত বছর ১৬ জুলাই থেকে চলতি বছর ১৯ জুনের মধ্য়ে করা গোলগুলির মধ্য়ে থেকেই ফিফা সেরা ১০টি বেছে নিয়েছে। বিশ্বব্য়পী পুরুষ-মহিলা ফুটবলার মিলিয়েই এই তালিকা প্রস্তুত করা হয়।
এবারের সেরা ১০ গোলের জন্য় মনোনীত হলেন যাঁরা:
২০০৯ সালে প্রথম পুসকাস পুরস্কার দেয় ফিফা। অভিষেক বছরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এই পুরস্কার পান, এরপর থেকে হামিট আলটিনটপ, নেইমার, মিরোস্লাফ স্টচ, জালাটন ইব্রাহিভোমিচ, হামেস রডরিগেজ, ওয়েন্ডেল লিরা, মহম্মদ ফইজ সুবরি, অলিভার জিরুদ ও গত বছর মহম্মদ সালাহ এই পুরস্কার পান।