Liton Das on Bangladesh Cricket Captaincy: নাজমুল হোসেন শান্তকে সরিয়ে বাংলাদেশের স্থায়ী অধিনায়ক হতে চাইছেন লিটন দাস। নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সব ফরম্যাটের অধিনায়ক। নিজের পারফরম্যান্সের উন্নতির জন্য তিনি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এই তারকা ব্যাটার টি২০ দলের অধিনায়কত্বে তাঁর অনিচ্ছার কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন।
এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ জানান, আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নাজমুল হোসেন শান্তকে দলের অধিনায়ক করা হয়েছিল। তাঁকে সব ফরম্যাটের অধিনায়ক করা হয়েছিল। কিন্তু, তিনি সেই সিরিজে কুঁচকিতে চোট পান। আর, তারপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সমস্ত ফরম্যাটের সিরিজ থেকে বাদ পড়েন। সেই পরিস্থিতিতে মেহেদি হাসান মিরাজ, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট এবং ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। আর, নির্বাচক কমিটি টি২০ সিরিজে দলের নেতৃত্বভার তুলে দিয়েছিল লিটন দাসের কাঁধে।
বাংলাদেশ টেস্ট সিরিজে ১-১ করলেও ওয়ানডে সিরিজে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়। তবে, লিটন দাসের নেতৃত্বে টাইগাররা টি২০ সিরিজে ৩-০ ব্যবধানে জয়ী হয়। এরপরই লিটন দাস জানিয়েছেন, বিসিবি তাঁকে অধিনায়কের দায়িত্ব দিলে তিনি তা পালন করতে প্রস্তুত। ব্যাট হাতে লিটন এখন দুর্দান্ত ফর্মে রয়েছেন। এই পরিস্থিতিতে এই ব্যাটার জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলে তিনি সব ফরম্যাটেই দলকে নেতৃত্ব দিতে রাজি। এই ব্যাপারে লিটন সাংবাদিকদের বলেছেন, 'বিসিবি চাইলে আমি সব ফরম্যাটেই দলকে নেতৃত্ব দিতে পারি। আমার কোনও অসুবিধা নেই। আমি নেতৃত্ব দেওয়াটা বেশ উপভোগ করেছি।'
লিটন সাংবাদিকদের আরও বলেন, 'এতদিন ধরে খেলার অভিজ্ঞতা থেকে দল চালানো কিছুই না। বোলাররাও সাহায্য করছে। অধিনায়ক হিসেবে আমি কখনও দলের সদস্যদের মাঠে সবকিছু উজাড় করে দিতে বলিনি। শুধু বলেছিলাম যে ওয়েস্ট ইন্ডিজ ভালো দল। তাদের দিনে তারাই সেরা। তাই ক্রিকেটটাকে উপভোগ কর। ফল যাই হোক না কেন, হাসিমুখে মেনে নেব। আমরা শুধু নিজেদের দায়িত্ব পালনের চেষ্টা চালাব।'
লিটন জানান, তাঁর দলের বোলিং দুর্দান্ত হয়েছে। সেটাই ম্যাচের ফলাফল গড়ে দিয়েছে। স্পিনার এবং পেসার, উভয় বিভাগেই বাংলাদেশ দুর্দান্ত বোলিং করেছে বলেও তিনি দাবি করেন। এই ব্যাপারে লিটন বলেন, 'সব মিলিয়ে বলতে গেলে আমাদের বোলিং দুর্দান্ত হয়েছে। স্পিনার এবং পেসার, সকলেই ভালো বোলিং করেছেন। আমি উইকেটের পিছনে দায়িত্ব সামলেছি। প্রত্যেক ব্যাটারও সমানতালে চেষ্টা চালিয়েছে। তাতেই সাফল্য এসেছে।'
লিটন আরও বলেন, 'ভালো বোলিং করলে উইকেটের পিছনে থেকে আমারই সুবিধা হয়। ফিল্ডাররা কোথায় দাঁড়াবেন, সেটা বোলাররাই সেট করে দেয়।' লিটন স্বীকার করে নিয়েছেন, দুর্দান্ত ব্যাটার না থাকলেও বাংলাদেশ একটা ভারসাম্যপূর্ণ দল। ব্যাটাররা মোটামুটি ব্যাট করতে পারে। আর, বোলাররা বোলিং করে, সেই রানটাতে যাতে জয় আসে, তা নিশ্চিত করতে পারে।
আরও পড়ুন- ফিরে দেখা, বর্ষশেষে ভারতীয় ক্রীড়াজগতের ৫ বিতর্ক
এই ব্যাপারে লিটন বলেন, 'আমরা একটা ভালো দল। বিশেষ করে ঘরের মাটিতে আমরা বেশ ভালো দল। আমাদের ওপরে এবং নীচে ভারসাম্যপূর্ণ ব্যাটিং ইউনিট আছে। আমরা কিছু রান করতে পারলে আর দলে পাঁচ জন বোলার থাকলে, আমাদের অসুবিধা হওয়ার কথা না। আমি দেখেছি যে বোলাররা নিজেদের দক্ষতা বাড়িয়েছেন। প্রতিটি ম্যাচে বোলাররা নিজেদের ইচ্ছেমতো ফিল্ডিং সাজিয়েছেন। এটা একটা ভালো লক্ষণ। এর থেকে অনেক কিছু শেখার আছে।'