Diogo Jota Death: চাকা ফেটে ছিটকে গেল গাড়ি, মুহূর্তে জ্বলে পুড়ে খাক, ঝলসে গেলেন ফুটবল তারকা

Diogo Jota Car Crash: স্থানীয় সূত্রে জানা গেছে, দিয়োগো জোতার ল্যাম্বর্ঘিনি গাড়িটি রাস্তা থেকে ছিটকে গিয়ে উল্টে যায় এবং এরপরই আগুন ধরে যায়। বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। কিন্তু ততক্ষণে সব শেষ।

Diogo Jota Car Crash: স্থানীয় সূত্রে জানা গেছে, দিয়োগো জোতার ল্যাম্বর্ঘিনি গাড়িটি রাস্তা থেকে ছিটকে গিয়ে উল্টে যায় এবং এরপরই আগুন ধরে যায়। বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। কিন্তু ততক্ষণে সব শেষ।

author-image
Subhamay Mandal
New Update
Diogo Jota Car Crash: হাইওয়েতে গাড়ি ছিটকে গিয়ে আগুন ধরে যায়, মুহূর্তেই ঝলসে মৃত্যু হয় জোতা এবং তাঁর ভাইয়ের

Diogo Jota Car Crash: হাইওয়েতে গাড়ি ছিটকে গিয়ে আগুন ধরে যায়, মুহূর্তেই ঝলসে মৃত্যু হয় জোতা এবং তাঁর ভাইয়ের

Liverpool Forward Diogo Jota dies in a car crash: ফুটবল দুনিয়াকে শোকস্তব্ধ করে লিভারপুল এবং পর্তুগালের ফরোয়ার্ড দিয়োগো জোতা (Diogo Jota Death) মাত্র ২৮ বছর বয়সে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় (Car Crash) প্রাণ হারিয়েছেন, আর সেই দুর্ঘটনা ঘটল তাঁর বিয়ের মাত্র দুই সপ্তাহ পরই।

Advertisment

স্পেনের জামোরার স্থানীয় দমকল বিভাগ ডেইলি মেইল-কে জানিয়েছে, দুর্ঘটনার পর গাড়িতে আগুন ধরে যায়, ফলে ২৮ এবং ২৬ বছর বয়সী দুই যুবকের মৃত্যু হয়।

কীভাবে ঘটল দিয়োগো জোটার দুর্ঘটনা? 

পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোতা (Diogo Jota) একটি ল্যাম্বর্ঘিনি চালাচ্ছিলেন, তখন স্পেনের জামোরা প্রদেশের সেরনাদিয়া এলাকার কাছে এ-৫২ হাইওয়েতে ওভারটেক করার সময় গাড়ির একটি চাকা ফেটে যায় বলে স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে। তাঁর ছোট ভাই আন্দ্রে সিলভা, ২৬, যিনি পেশাদার ফুটবলার হিসেবে পর্তুগিজ ক্লাব এফসি পেনাফিয়েলের হয়ে খেলতেন, তিনিও গাড়িতে ছিলেন। দুই ভাই-ই দুর্ঘটনায় প্রাণ হারান।

Advertisment

আরও পড়ুন ভয়াবহ দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা দিয়োগো জোটা, ১০ দিন আগেই বিয়ে করেন রোনাল্ডোর সতীর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, ল্যাম্বর্ঘিনি গাড়িটি রাস্তা থেকে ছিটকে গিয়ে উল্টে যায় এবং এরপরই আগুন ধরে যায়। বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। কিন্তু ততক্ষণে সব শেষ।

কাস্তিয়া ও লিয়ঁ অঞ্চলের জরুরি পরিষেবা থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, “১-১-২ কাস্তিয়া ও লিয়ন অপারেশনস রুমে একাধিক কল আসে, যাতে জানানো হয় এ-৫২ হাইওয়ের কিমি ৬৫-তে একটি গাড়ি দুর্ঘটনায় পড়েছে এবং গাড়িতে আগুন লেগেছে। ১-১-২ জামোরা ট্রাফিক পুলিশ, জামোরা রিজিওনাল ফায়ার ব্রিগেড এবং সাকিল এমার্জেন্সি কো-অর্ডিনেশন সেন্টারকে এই দুর্ঘটনার খবর দেয়। সেখান থেকে একটি মেডিক্যাল এমার্জেন্সি ইউনিট (UME) এবং মম্বুয়ে স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা দল ঘটনাস্থলে পাঠানো হয়। দুইজনের মৃত্যুর বিষয়টি সেখানেই নিশ্চিত করা হয়।”

আরও পড়ুন মৃত্যুর খবর আগেই জানতেন দিয়েগো জোতা? শেষ পোস্ট ঘিরে বাড়ছে রহস্য

এই দুর্ঘটনা হাইওয়ের যে অংশে ঘটেছে, সেখান থেকে সাধারণত উত্তর পর্তুগাল থেকে সানতান্দার বা বিলবাও বন্দরের দিকে কিংবা উত্তর-পূর্ব ফ্রান্সের দিকে যাতায়াতের জন্য ব্যবহার করা হয়।

এই মর্মান্তিক দুর্ঘটনার মাত্র ১০ দিন আগে জোতা গত ২২ জুন পোর্তোতে তাঁর দীর্ঘদিনের প্রেমিকা রুতে কারদোসোর সঙ্গে বিয়ে করেন। তিন সন্তানের এই দম্পতি বিয়ের ছবিতে ভীষণ আনন্দে ভেসে যাচ্ছিলেন। দুর্ঘটনার ঠিক এক দিন আগেও ইনস্টাগ্রামে জোতা লিখেছিলেন, তিনি রুতে-র স্বামী হয়ে “বিশ্বের সবচেয়ে ভাগ্যবান মানুষ।” আর তার কিছুদিন পরই এই মর্মান্তিক কাণ্ড।

Car Crash Diogo Jota Diogo Jota Death