২০১৭ সালে সালাহ লিভারপুলে আসেন। ভারতীয় মুদ্রায় প্রায় ৩২৭ কোটি টাকায় তাঁকে দলে নেয় রেডস। ফুটবল পণ্ডিত আর বিশেষজ্ঞরা তাঁর লিভারপুল আগমন নিয়ে প্রশ্ন তুলেছিল। কিন্তু তাঁরাই সালাহকে বর্ষসেরা ফুটবলার হিসেবে বেছে নিয়েছিল পরে।
২০১৭ সালে সালাহ লিভারপুলে আসেন। ভারতীয় মুদ্রায় প্রায় ৩২৭ কোটি টাকায় তাঁকে দলে নেয় রেডস। ফুটবল পণ্ডিত আর বিশেষজ্ঞরা তাঁর লিভারপুল আগমন নিয়ে প্রশ্ন তুলেছিল। কিন্তু তাঁরাই সালাহকে বর্ষসেরা ফুটবলার হিসেবে বেছে নিয়েছিল পরে।
গত মরসুমে কাঁধের চোটের জন্য ফাইনালের মাঝপথেই চোখের জলে মাঠ ছাড়তে হয়েছিল লিভারপুলের সালাহকে। রিয়াল মাদ্রিদের কাছে খেতাব হারানোর যন্ত্রণা তিনি ভুলে গেলেন এবার। তাঁর পেনাল্টিতে করা গোলেই লিভারপুল ম্যাচের ২ মিনিটের মধ্যে এগিয়ে গিয়েছিল। মিশরের প্রথম ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের গোল করার নজির গড়েছিলেন সালাহ। এক মিনিট ৪৮ সেকেন্ডের মাথায় তাঁর করা গোলটিই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দ্বিতীয় দ্রুততম গোল হিসেবে ইতিহাস লিখেছিল।
ওয়ান্ডো মেট্রোপলিটানো স্টেডিয়ামে সেরাতে ২০ হাজার লিভারপুল সমর্থক গলা ফাটিয়েছিলেন সালাহর জন্য়। মিশরের রাজার জন্য গান বেঁধেছিলেন তাঁরা। “If he scores another few, Then I’ll be Muslim too… If he’s good enough for you, He’s good enough for me, Then sitting in a mosque, is where I wanna be Mo Salah-la-la-la-lah! Mo Salah-la-la-la-lah!” বাংলায় যার তর্জমা করলে দাঁড়ায়, ''সালাহ যদি আরো গোল করে তাহলে আমিও মুসলিম হয়ে যাব। ও যদি তোমার জন্য় যথেষ্ট ভাল হয়, তাহলে আমার জন্যও ততটাই ভাল। এরপর একটা মসজিদে বসে আমিও মো সালাহ হতে চাইব।" যাঁরা সালাহর নামে জয়ধ্বনি দিচ্ছিলেন, তাঁরা কেউ সালাহর গোলের পর স্ট্যান্ডে বসেননি। দাঁড়িয়ে দুলছিলেন।
সাইমন কার্টিস, ৩৫ বছরের লিভারপুলের আজী সুরে গলা মিলিয়ে বলছেন, "ও অসাধারণ, ওকে কোনওদিন লিভারপুলে বিয়ার কিনতে হবে না। এই পরিবেশে একজন মুসলিমের পক্ষে থাকাটা সহজ নয়। কিন্তু সালাহ ধারণাটাই বদলে দিয়েছে। গানের শেষ লাইনটা সেই তাৎপর্য বহন করছে। ও সব বাঁধা পেরিয়ে আমাদের গান গাওয়ার কারণ হয়ে গিয়েছে। সপ্তাহের পর সপ্তাহ ওর জন্য সেলিব্রেট করতে পেরেছি।" লিভারপুলের আরেক ফ্যান টেডি মে। এখন তাঁর বয়স ৪৪। চার বছর বয়স থেকেই লিভারপুলের সমর্থক তিনি। বলছেন, "অতীতেও লিভারপুলে মুসলিম প্লেয়ার খেলেছে। কিন্তু ও সবার থেকে আলদা। একজন মেগা স্টার হয়েও অসম্ভব মাটির মানুষ। পরিবারের সঙ্গে স্থানীয় মানুষের সঙ্গে মেলামেশা করে। মসজিদে যায়। আর পাঁচজনের মতোই সালাহ।"
২০১৭ সালে সালাহ লিভারপুলে আসেন। ভারতীয় মুদ্রায় প্রায় ৩২৭ কোটি টাকায় তাঁকে দলে নেয় রেডস। ফুটবল পণ্ডিত আর বিশেষজ্ঞরা তাঁর লিভারপুল আগমন নিয়ে প্রশ্ন তুলেছিল। কিন্তু তাঁরাই সালাহকে বর্ষসেরা ফুটবলার হিসেবে বেছে নিয়েছিল ইংলিশ প্রিমিয়র লিগে। গত বছরের সেরা তিন ফুটবলারের মধ্যে একজন সালাহ। স্বীকৃতি দিয়েছিল ফিফা।