Advertisment

Shocking Twist in Kohli-Naveen Feud: LSG Owner's Bold Claim: গোয়েঙ্কার ইন্ধনেই হয়েছিল কোহলি-নবীন সংঘাত! বিস্ফোরক স্বীকারোক্তিতে সত্যি ফাঁস কলকাতার শিল্পপতির

Virat Kohli vs Naveen Ul Haq: কোহলি বনাম নবীন উল হকের সংঘাত নিয়ে বড় সত্যিটা সামনে আনলেন লখনৌ মালিক সঞ্জীব গোয়েঙ্কা। শুনে রীতিমতো হতবাক আইপিএল দর্শকরা।

author-image
IE Bangla Sports Desk
New Update
Naveen-ul-Haq, Virat Kohli, Sanjiv Goenka, নবীন-উল-হক, বিরাট কোহলি, সঞ্জীব গোয়েঙ্কা

Naveen-ul-Haq-Virat Kohli-Sanjiv Goenka: নবীন-উল-হক, বিরাট কোহলি ও সঞ্জীব গোয়েঙ্কা। (ছবি- সঞ্জীব গোয়েঙ্কা এবং টুইটার)

LSG owner Sanjiv Goenka's admission on Virat Kohli vs Naveen Ul Haq clash: নবীন উল হক আর বিরাট কোহলির মধ্যে দ্বন্দ্ব উসকে দিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কা নিজে? চমকপ্রদ স্বীকারোক্তিতে এমনটাই জানিয়েছেন এলএসজি মালিক। লখনৌ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। তিনি সম্প্রতি নবীন-উল-হক ও বিরাট কোহলির মধ্যে পুরানো প্রতিদ্বন্দ্বিতা সম্পর্কে মুখ খুলেছেন। আইপিএল ২০২৩-এ এই দ্বন্দ্ব সংবাদ শিরোনামে উঠে এসেছিল। উভয় খেলোয়াড়ই লখনৌ সুপার জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে আইপিএল ম্যাচ চলাকালীন উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েছিলেন।

Advertisment

এই ঘটনায় বিরাট কোহলি ম্যাচ চলাকালীন নবীন-উল-হককে স্লেজিং করেছিলেন। যা নিয়ে নবীন ম্যাচের পরে ভারতীয় তারকা ক্রিকেটারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েছিলেন। সেই সময় এলএসজির মেন্টর গৌতম গম্ভীরও বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। বিতর্ক তীব্র হয়ে উঠলেও পরে তা থেমে যায়। ততক্ষণে, অবশ্য তা সংবাদ শিরোনাম হয়ে গিয়েছিল। কারণ, নবীন আর কোহলির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় সকলের নজর কেড়েছিল।

এবার সেই বিতর্ক সম্পর্কেই নীরবতা ভাঙলেন সঞ্জীব গোয়েঙ্কা। নিজের ইউটিউব চ্যানেলে রণবীর আল্লাহবাদিয়ার সঙ্গে পডকাস্ট চলাকালীন নবীন-উল-হক এবং বিরাট কোহলির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় নিয়ে গোয়েঙ্কাকে জিজ্ঞাসা করা হয়েছিল। গোয়েঙ্কা জানিয়েছেন, কী ঘটেছিল সেটা যাঁদের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল, সেই দুই খেলোয়াড়ের প্রত্যেকেই জানেন।

এই ব্যাপারে গোয়েঙ্কা বলেন, 'বিষয়টা ঠিক হয়েছে না ভুল, সেটা আমি বলব না। বিচার করাটা সহজ। কিন্তু, সেটা করা ঠিক নয়। যাঁদের সঙ্গে ঘটনাটা ঘটেছে, তাঁদের মনের অবস্থা কী হয়েছিল, তাঁরাই বলতে পারবেন।' সঞ্জীব গোয়েঙ্কা সেই সময়ে নবীনকে সমর্থন করেছিলেন। তবে, তাঁকে পারফরম্যান্স আরও ভালো করার পরামর্শ দিয়েছিলেন। গোয়েঙ্কা জানিয়েছেন, নবীন একজন বড় মনের মানুষ। এর পাশাপাশি, কোহলিরও প্রশংসা করেছেন গোয়েঙ্কা। এই ব্যাপারে নবীনকে পরামর্শ দিয়ে গোয়েঙ্কা বলেছিলেন, 'তোমার যদি কোনও সাহায্য লাগে, তুমি যদি নিরাপত্তাহীন বোধ কর, তবে আমরা তোমাকে সাহায্য করতে রাজি আছি। কিন্তু, এটা স্রেফ লোকদেখানো ব্যাপার হয়ে যাবে। আমি তোমার জায়গায় থাকলে বললাম, এবার তোমার দলের ছেলেদের আমি আউট করব। আমার কাজই আমার কথা বলত।'

Advertisment

গোয়েঙ্কা বলেন, 'নবীন খুব ভালো এবং বড় মনের মানুষ। তাই ও বিরাট কোহলির কাছে গিয়ে সমস্যাটা মিটিয়ে নিয়েছিল। বিরাটও শেষ পর্যন্ত ব্যাপারটা মিটমাট করে নেয়।' এই ইস্যুতে ট্রাভিস হেড ও মহম্মদ সিরাজের সাম্প্রতিক বিতর্ক নিয়েও মুখ খোলেন সঞ্জীব গোয়েঙ্কা। তিনি জানান, এমন পরিস্থিতিতে দ্বন্দ্বে জড়িয়ে পড়া খেলোয়াড়দের শান্ত করাটাই বড় ব্যাপার।

তিনি বলেন, 'ট্রাভিস হেড আর মহম্মদ সিরাজের মত পরিস্থিতি ঘটতেই পারে। একজন মালিক হিসেবে এই পরিস্থিতি সামলানোই পরীক্ষা। লিগ পর্বে ১৪টি ম্যাচ আছে। প্লে অফে উঠতে ৮টি ম্যাচ জিততে হয়। খুব কম দলই ৯টি ম্যাচ জেতে। ধরেই নেওয়া হয় যে, ৪-৫টি ম্যাচে সব দলই হারবে। প্রত্যেকেই জেতার চেষ্টা করে। কিন্তু, দিনটা অন্য কারও হতেই পারে।'

আরও পড়ুন- চূড়ান্ত উশৃঙ্খল জয়সওয়াল, ক্ষেপে গেলেন ক্যাপ্টেন রোহিত! টিমবাস থেকে বহিষ্কার সঙ্গেসঙ্গেই

বিরাট কোহলি ও নবীন-উল-হকের মধ্যে সমস্যাটা শেষ পর্যন্ত মিটেছিল। ওই ঘটনার পরের বছর দিল্লিতে একদিনের বিশ্বকাপে ভারত-আফগানিস্তান ম্যাচে কোহলি আর নবীন হাত মেলান। তাতেই বিতর্কের অবসান ঘটে। মাঠে উপস্থিতি দিল্লির জনতা নবীনকে গালিগালাজ করার বদলে স্বাগত জানিয়েছিল। 

Virat Kohli IPL Cricket News Lucknow Super Giants LSG LSG Lucknow Super Giants Sanjiv Goenka
Advertisment