/indian-express-bangla/media/media_files/2025/05/20/jS3Xf1OSyNhrZxoPBoX8.jpg)
অভিষেক শর্মা এবং দিগ্বেশ রথী
IPL 2025: ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। কিন্তু, লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) এবং সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ম্যাচে যা ঘটল, সেটা দেখার পর আর 'ভদ্রলোক' তকমা দেওয়া উচিত হবে কি না, তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করছেন। হায়দরাবাদের ইনিংস চলাকালীন বোলার দিগ্বেশ রথী (Digvesh Rathi) এবং ব্যাটার অভিষেক শর্মার (Abhishek Sharma) মধ্যে ব্যাপক তর্কাতর্কি হয়। একটা সময় তো সেটা কার্যত হাতাহাতির পর্যায়ে চলে গিয়েছিল। শেষপর্যন্ত আম্পায়ার এবং অধিনায়ক ঋষভ পন্থ পরিস্থিতি সামাল দেন। এই ঝামেলার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে।
ঝামেলায় জড়ালেন দিগ্বেশ রথী এবং অভিষেক শর্মা
সানরাইজার্স হায়দরাবাদ ইনিংসের অষ্টম ওভারে বল করতে এসেছেিলেন দিগ্বেশ রথী। ওভারের তৃতীয় বলে তিনি অভিষেক শর্মাকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন। এরপর দিগ্বেশকে নোটবুক সেলিব্রেশন (Digvesh Rathi Celebration) করতে দেখা যায়। আর সেটা দেখেই মেজাজ হারান অভিষেক শর্মা। এই দুই ক্রিকেটারের মধ্যে ঝামেলা এতটাই বেড়ে যায় যে শেষপর্যন্ত আম্পায়ারদের হস্তক্ষেপ করতে হয়। অধিনায়ক ঋষভ পন্থ নিজে এসে দিগ্বেশ রথীকে আটকান। গোটা আইপিএল টুর্নামেন্টেই দেখা গিয়েছে, দিগ্বেশ যখনই উইকেট শিকার করেছেন, তখনই এমন নোটবুক সেলিব্রেশন করেছেন। অন্যদিকে এই ম্যাচে অভিষেক দুর্দান্ত ব্যাটিং করেন। হায়দরাবাদের জয়ে তিনি অগ্রণী ভূমিকা গ্রহণ করেন। পাশাপাশি রথীও ২ উইকেট নিয়ে লখনউকে জেতানোর চেষ্টা করেছিলেন। কিন্তু, শেষপর্যন্ত পারেননি।
দেখে নিন সেই ভিডিও:
This is not a small mistake; it seems to be much more than that.
— Monu Sharma (@bharatpur0777) May 19, 2025
Argument between Digvesh Rathi and Abhishek Sharma 🥶😯#LSGvSRH#SRHvLSG#LSGvsSRH#SRHvsLSG
pic.twitter.com/EgahP3aTQ7
বিদায় নিল লখনউ সুপার জায়ান্টস
প্লে-অফের লড়াইয়ে টিকে থাকার জন্য লখনউ সুপার জায়ান্টসকে এই ম্য়াচটা জিততেই হল। কিন্তু, শেষপর্যন্ত 'নবাব' সমর্থকদের সেই আশা পূরণ হল না। এবারের টুর্নামেন্টে পঞ্চম দল হিসেবে তারা ইতিমধ্যেই বিদায় নিয়েছে। সানরাইজার্স হায়দরাবাদের কাছে তারা ৬ উইকেটে হেরে গেল।
LSG vs SRH Highlights, IPL Match Today: 'বেওয়াফা সনম' হায়দরাবাদ? নিজেরাও ডুবল, লখনউকেও ডোবাল
এই ম্য়াচে সখনউ ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৭ রান করেছিল। লখনউয়ের হয়ে মিচেল মার্শ ৩৯ বলে ৬৫ রান করেন। অন্যদিকে, এইডেন মার্করাম করেন ৩৮ বলে ৬১ রান। এছাড়া নিকোলাস পুরান ২৬ বলে ৪৫ রানের একটি ক্যামিও ইনিংস খেলেন। জবাবে হায়দরাবাদ ১৮.২ ওভারেই ৪ উইকেট হারিয়ে ২০৬ রা তুলে ফেলে এবং এই ম্যাচটা নিজেদের পকেটে পুরে নেয়। হায়দরাবাদের হয়ে সর্বাধিক ৫৯ রান করেন অভিষেক শর্মা। অন্যদিকে, লখনউয়ের হয়ে দিগ্বেশ রথী ২ উইকেট শিকার করেন। একটি করে উইকেট নেন উইলিয়াম ও রুরকি এবং শার্দূল ঠাকুর।