বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড তিন ম্যাচের ওয়ান-ডে সিরিজের প্রথম খেলা। নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে মুখোমুখি হচ্ছে বিরাট কোহলি ও ইয়ন মর্গ্যান। আর এই ম্যাচেই কয়েকটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে দেশের উইকেটকিপার-ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি।
আন্তর্জাতিক ওয়ান-ডে ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক থেকে আর কয়েক কদম দূরে দাঁড়িয়ে ধোনি। এদিন মাহি যদি ৩৩ রান করতে পারেন তাহলে শচিন তেন্ডুলকর (১৮,৪২৬), রাহুল দ্রাবিড় (১০,৮৮৯), সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের (১১,৩৬৩) পর চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ান-ডে ফর্ম্যাটে ১০ হাজার ক্লাবের সদস্য হবেন। বিশ্বের দ্বাদশ ব্যাটসম্যান হিসেবে এই নজির গড়বেন তিনি।
আরও পড়ুন: India vs England: ব্রিস্টলে ব্রিটিশদের বিরুদ্ধে জোড়া বিশ্বরেকর্ড ধোনির
রাঁচির রাজপুত্র ৩১৮টি ওয়ান ডে ম্যাচে ৯,৯৬৭ রান করেছেন। দেশের জার্সিতে ধোনির ব্যাট থেকে এসেছে ৯,৭৯৩ রান। এশিয়া একাদশের হয়ে তাঁর ঝুলিতে রয়েছে ১৭৪ রান। এখনও পর্যন্ত বিশ্বের একজন উইকেটকিপার-ব্যাটসম্যানই সাদা বলের ক্রিকেটে ১০ হাজার করেছেন। শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সঙ্গকারা ৪০৪টি ওয়ান ডে খেলে ১৪,২৩৪ রান করেছেন।ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রান করেছেন যুবরাজ সিং (১৫২৩ রান)। এরপরেই রয়েছেন শচিন (১৪৫৫ রান)। যুবি-শচিনকে ছাপিয়ে যেতে পারেন মাহি। ইংরেজদের বিরুদ্ধে এখনও পর্যন্ত ১৪২৫ রান করেছেন তিনি।
উইকেটকিপার হিসেবেও ধোনির সামনে একটি রেকর্ডের হাতছানি রয়েছে। আর তিনটি ক্যাচ তালুবন্দি করতে পারলেই ওয়ান-ডে ফর্ম্যাটে ৩০০ ক্যাচের মালিক হয়ে যাবেন তিনি। ধোনির আগে রয়েছেন তিন কিংবদন্তি। অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট (৪১৭), দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার (৪০২) ও সঙ্গকারা (৩৮৩)।
গত রবিবার ব্রিস্টলে ব্রিস্টলে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টোয়েন্টি-টোয়েন্টি সিরিজ ২-১ জিতে নিয়েছিল ভারত। আর এই ম্যাচে উইকেটের পিছনে ফের একবার জ্বলে উঠেছিলেন মহেন্দ্র সিং ধোনি। জোড়া বিশ্বরেকর্ড করেন তিনি। বিশ্বের প্রথম উইকেটকিপার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে ৫০টি ক্য়াচ ও এক ইনিংসে পাঁচটি ক্যাচ নেওয়ার নজির গড়েছিলেন দেশের প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন।
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Sports News in Bangla by following us on Twitter and Facebook
Web Title:
'মমতার অনুপ্রেরণায় অনুপ্রাণিত', তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী কৌশানী ও পিয়া সেনগুপ্ত
নিজেকে তৃণমূলের 'একনিষ্ঠ কর্মী' দাবি করেও বহিষ্কৃত বৈশালীর পাশে রাজীব
গোপনে বাগদান সেরেছেন সিরাজ, বান্ধবীর কথা জানাজানি হতেই স্বীকার তারকার
রিল নয়-রিয়াল, আজ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর দায়িত্বে ১৯ বছরের তরুণী
হাতে পড়ে মাত্র ১০.৮৫ কোটি! নিলামের আগেই কেকেআরের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন
'যতই নাড়ো কলকাঠি নবান্নে আবার হাওয়াই চটি', কুলতলিতে সরব অভিষেক
কালীঘাটে প্রকাশ্যে পড়ে বস্তাবন্দি পোড়া টাকা! এলাকায় হইচই, চাঞ্চল্য
'অসুর' সম্প্রদায় থেকে এসেছেন মমতা, জিনেও সমস্যা আছে, 'কদর্য' আক্রমণ বিজেপি নেতার
কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদ, নাসিক থেকে মুম্বইয়ের পথে হাজারো কৃষক
'জয় শ্রীরাম শুনে কারও গাত্রদাহ হওয়ার কথা নয়', মুখ্যমন্ত্রীকে খোঁচা চন্দ্র বসুর
'জয় শ্রীরাম' ধ্বনির পাল্টা 'জয় হিন্দ'! অপমানের জবাব দিলেন মমতা
স্মরণীয় জয়ের পুরস্কার! সবাই নয়, ছয় তারকাকে দামি 'থর' গাড়ি দিচ্ছে মাহিন্দ্রা