MS Dhoni Captain Cool Patent Trademark: ক্রিকেট দুনিয়ায় ‘ক্যাপ্টেন কুল’ নামে পরিচিত মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) এখন খুব শীঘ্রই ব্যবসার ‘ক্যাপ্টেন কুল’ (Captain Cool) বলেও ডাকা যেতে পারে। হ্যাঁ, ‘ক্যাপ্টেন কুল’ শব্দটি ও এই উপাধি এখন থেকে ধোনির ব্যক্তিগত সম্পত্তি হয়ে থাকবে আজীবন। কেন আমরা এটা বলছি, তা জানা ও বোঝা খুবই জরুরি। আসলে ধোনি ‘ক্যাপ্টেন কুল’ উপাধিকে ট্রেডমার্ক করিয়ে নিয়েছেন। অর্থাৎ এখন থেকে ‘ক্যাপ্টেন কুল’ শব্দ ও এর স্লোগান তিনি নিজের ব্যবসায়িক কাজে ব্যবহার করতে পারবেন।
টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির প্রভাব ক্রিকেটের পাশাপাশি ব্যবসাতেও সমানভাবে দেখা যাচ্ছে। ক্রিকেটের মতোই ধোনি ব্যবসাতেও প্রতিটি সিদ্ধান্ত ভেবেচিন্তে নেন। এ নিয়ে বড় খবর হল, ধোনি তাঁর নামের সঙ্গে যুক্ত ‘ক্যাপ্টেন কুল’ উপাধিকে চিরতরের জন্য নিজের করে নিয়েছেন।
আরও পড়ুন এটাই কি শেষ IPL? অবসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন ধোনি
আসলে ধোনি ‘ক্যাপ্টেন কুল’ নামটিকে ট্রেডমার্ক করিয়েছেন। অর্থাৎ এখন থেকে এই শব্দ ও স্লোগান শুধু ধোনি নিজে ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করতে পারবেন। অন্য কেউ এই উপাধি ব্যবহার করতে পারবে না। ‘CAPTAIN COOL’ নামে ১৬ জুন ২০২৫-এ এটি প্রকাশিতও হয়েছে। এতে ধোনিকে আনুষ্ঠানিকভাবে প্রোপ্রাইটর হিসেবে উল্লেখ করে পুরো প্রক্রিয়া দিল্লি থেকে সম্পন্ন করার তথ্য শেয়ার করা হয়েছে।
‘ক্যাপ্টেন কুল’ উপাধি কোথায় ব্যবহার হবে?
‘ক্যাপ্টেন কুল’ উপাধি ধোনির কলকাতার ট্রেনিং ও কোচিং ক্যাম্পে ব্যবহৃত হবে। ‘ক্যাপ্টেন কুল’ ট্রেডমার্কের জেনারেল নম্বর “2213” এবং Class 41 হিসেবে নথিভুক্ত হয়েছে। ‘CAPTAIN COOL’-এর নিচে 5966261 নম্বর উল্লেখ রয়েছে।
আরও পড়ুন ধোনির জন্য ধ্বংস হচ্ছে ভারতের ক্রিকেট! সরাসরি বোর্ডকে কাঠগড়ায় তুললেন কিংবদন্তি
স্পষ্টতই, ক্রিকেট জীবনের শুরু থেকে যখন ধোনি অধিনায়কত্বের দায়িত্ব নেন, তখনই তাঁকে ‘ক্যাপ্টেন কুল’ বলা শুরু হয়। পরে এটাই তাঁর বিশেষ পরিচয় হয়ে ওঠে। আর এবার থেকে এই শব্দবন্ধনী আর কেউ কোনওদিন কারও জন্য ব্যবহার করা যাবে না।