Gavaskar Dhoni Statement: ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর (Sunil Gavaskar) আইপিএল নিয়ে তাঁর সাম্প্রতিক মন্তব্যে নয়া বিতর্ক সৃষ্টি করেছেন। তিনি সরাসরি বলেছেন, যদি ধোনির (MS Dhoni) মতো বড় মাপের খেলোয়াড়কে আনক্যাপড খেলোয়াড় হিসেবে রিটেইন করা হয়, তাহলে সেটি ভারতীয় ক্রিকেটের ক্ষতি করে।
তাঁর মতে, ধোনির জায়গায় যদি কাউকে সুযোগ দেওয়া হত, যিনি হয়তো সফল হতেন বা না-ও হতেন, কিন্তু ভবিষ্যতের দিক থেকে সেটা ভাল হত। গাভাসকরের মতে, BCCI-এর উচিত আনক্যাপড খেলোয়াড়দের রিটেইনের ক্ষেত্রে তাঁদের বেতনের সীমা কমিয়ে দেওয়া।
গাভাসকর স্পোর্টস্টার-এ লেখা নিজের কলামে বলেন, “মহেন্দ্র সিং ধোনিকে রিটেইন করার জন্য গতবার নিলামের আগে আনক্যাপড খেলোয়াড়দের সীমা ৪ কোটি টাকা পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছিল। এখন সময় এসেছে সেটি পুনর্বিবেচনা করার এবং আরও কমানোর, যাতে ভারতীয় ক্রিকেট প্রতিভার ক্ষতি না করে, যাঁরা নিলামে কোটি টাকার চাপে হারিয়ে যেতে পারে।”
আরও পড়ুন বিদায়ের হতাশায় ভেঙে পড়লেন ক্লান্ত ধোনি, কাদের দিকে আঙুল তুললেন ৫ বারের চ্যাম্পিয়ন?
গাভাসকরের মতে, একজন খেলোয়াড় যদি নিজের বেতনের মূল্য প্রমাণ করতে ব্যর্থ হন এবং শেষমেশ হারিয়ে যান, তাহলে সেটা ফ্র্যাঞ্চাইজির জন্য বড় ক্ষতি না হলেও ভারতীয় ক্রিকেটের জন্য তা ধাক্কার মতো। তিনি লেখেন, “অনেক খেলোয়াড় যাঁরা মোটা অঙ্কের টাকায় বিক্রি হন, তাঁরা পরে হারিয়ে যান কারণ তাঁদের খিদে আর উদ্যম হারিয়ে যায়। ফ্র্যাঞ্চাইজিরা হয়তো এটা ভাল রেহাই বলে ধরে নেয়, কিন্তু ভারতীয় ক্রিকেটের জন্য এটি প্রতিটি প্রতিভার হারানো একটা ক্ষতিই বয়ে আনে, সে সফল হোক বা না হোক।”
ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, আগামী আইপিএল মরশুমেও কি মহেন্দ্র সিং ধোনি খেলতে নামবেন? সকলের মনে আপাতত এই কথাটাই ঘুরপাক খাচ্ছে। আর সেকারণে চেন্নাই বনাম পঞ্জাব ম্য়াচের আগে ধোনিকে এই প্রশ্নটা করা হয়েছিল। জবাবে ধোনি নিজের মনের কথা জানালেন।
আরও পড়ুন আগামী বছরও IPL খেলবেন ধোনি? অবশেষে জানালেন মনের কথা
ধোনি বলেন, 'আপনি ২-১ ক্রিকেটারকে এদিক ওদিক করতে পারেন। কিন্তু, সিরিজের মাঝপথে দলে পরিবর্তন করেও আমরা আশানুরূপ ফলাফল পাচ্ছি না। পরের মরশুমে আর টস করতে আসব কি না, সেটা আমি জানি না।' মহেন্দ্র সিং ধোনি জানান, মেগা নিলামের পর এটাই প্রথম মরশুম আয়োজন করা হচ্ছে। সেকারণে ক্রিকেটারদের বুঝতেও খানিকটা সময় লাগছে।