Advertisment

শাকিব ড্রেসিংরুমে ঢুকলে আমরা বুকে জড়িয়ে নেব: মাহমুদুল্লাহ

আগামিকাল ভারত-বাংলাদেশ তিন ম্য়াচের টি-২০ সিরিজের শুভারম্ভ। এই দুই দেশ খেলছে অথচ শাকিব আল হাসান নেই। এটা অনেকেই মেনে নিতে পারছেন না। সম্ভবত মানতে পারছে না বাংলাদেশ দলও।

author-image
IE Bangla Web Desk
New Update
Mahmudullah Riyad on Shakib Al Hasan

শাকিব ড্রেসিংরুমে ঢুকলে আমরা সবাই জড়িয়ে ধরব ওকে: মাহমুদুল্লাহ

India vs Bangladesh,1st T20I: আগামিকাল ভারত-বাংলাদেশ তিন ম্য়াচের টি-২০ সিরিজের শুভারম্ভ। এই দুই দেশ খেলছে অথচ শাকিব আল হাসান নেই। এটা অনেকেই মেনে নিতে পারছেন না। সম্ভবত মানতে পারছে না বাংলাদেশ দলও। ক্রিকেটারদের হৃদয় জুড়ে রয়েছেন শাকিব। শনিবার নয়াদিল্লিতে প্রথম টি-২০ ম্য়াচের আগে মাহমুদুল্লাহ রিয়াদের কথাবার্তায় তা স্পষ্ট।

Advertisment

গত মঙ্গলবারই শাকিবকে দু’বছরের জন্য় ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আইসিসি। একাধিকবার জুয়াড়ির থেকে ম্য়াচ গড়াপেটার প্রস্তাব পেয়েও কেন বিশ্বের এক নম্বর অলরাউন্ডার ও বাংলাদেশের ক্য়াপ্টেন আইসিসি-র দুর্নীতি দমন শাখাকে রিপোর্ট করেননি? এই অপরাধেই শাকিবের ঘাড়ে নির্বাসনের খাঁড়া নেমে এসেছে।

আরও পড়ুন-শাকিবের নির্বাসন প্রভাব ফেলবে: ডমিঙ্গো

শাকিবের অনুপস্থিতিতে ভারতের বিরুদ্ধে টি-২০ দলের নেতৃত্ব দেবেন মাহমুদুল্লাহ। তিনি সাংবাদিকদের বলছেন, "আমরা শাকিবকে ভালবেসেছি, এখনও ভালবাসি আর ভবিষ্য়তেও ভালবেসে যাব। আর ও যখন ফিরে আসবে আমরা মুক্ত হস্তে ওকে স্বাগত জানাব। শাকিব যখন ড্রেসিংরুমে ঢুকবে, আমরা সবাই ওকে বুকে জড়িয়ে নেব। ও একটা ভুল করে ফেলেছে। অপরাধ করেনি কোনও।”

আরও পড়ুন-শাকিব নেই, তামিম নেই, বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের এই সুযোগ

Read full story in English

Bangladesh India
Advertisment