চলতি মরশুমে জাতীয় দলের তারকাদের নিয়মিত দেখা যাচ্ছে ঘরোয়া ক্রিকেটে। অশ্বিন, মায়াঙ্ক আগারওয়াল, মণীশ পাণ্ডে, কেএল রাহুলরা নিজেদের রাজ্য দলের হয়ে খেললেন সৈয়দ মুস্তাক আলি ট্রফি ও বিজয় হাজারেতে।
এর মধ্যেই অন্য কারণে শিরোনামে মণীশ পাণ্ডে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটে মণীশকে রাখা হয়েছে জাতীয় দলে। সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনালে কর্ণাটকের প্রতিনিধিত্ব করেই সোমবার বিয়ে করছেন তিনি অভিনেত্রী আশরিতা শেঠীকে।
মণীশ পাণ্ডের সঙ্গে বেশ কিছুদিন ডেটিং করছেন অভিনেতা আশরিতা শেঠী। মূলত দক্ষিণী সিনেমাতেই দেখা গিয়েছে আশরিতাকে। ২৬ বছরের তারকা অভিনেতাকে ইন্দ্রজিৎ, ওরু কানিয়ুম, মোনু কালাভানিকালম এবং উধায়াম এনএইচ৪-এর মতো সুপারহিট সিনেমায় দেখা গিয়েছে।
যাইহোক কর্ণাটককে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে চ্যাম্পিয়ন করেই ছাদনাতলায় বসলেন মণীশ। জাতীয় দলের তারকা ব্যাটসম্যান জানিয়েছেন, "গত বছরেও আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। তবে এবছরের জয়টা আরও মধুর। যেভাবে ছেলেরা গোটা টুর্নামেন্ট পারফর্ম করেছে, তা অবিশ্বাস্য়। ফাইনালে প্রত্যেকেই নিজের সেরাটা উজার করে দিয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই হলেও চ্যাম্পিয়ন আমরাই।"
বিয়ের আগের দিন ব্যাট হাতে নেমে উজ্জ্বল মণীশ। ৪৫ বলে ৬০ রানের দারুণ ইনিংস উপহার দিলেন তিনি। নিজের ইনিংসে তিনি দুটো ওভার বাউন্ডারির সঙ্গে চারটে বাউন্ডারিও হাঁকান। পাশাপাশি ব্যাটিংয়ে দেবদূত পাডিক্কল ও রোহন কদমের সঙ্গে পার্টনারশিপ গড়ে তামিলনাড়ু বোলিংকে শাসনও করলেন তিনি। তাঁর ব্যাটিং দাপটেই কর্ণাটক প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে ১৮০ তুলতে সক্ষম হয়। জবাবে ব্যাট করতে নেমে ১ রান দূরে থেমে যায় তামিলনাড়ুর ইনিংস।
ব্যাটের পাশাপাশি ফিল্ডিংয়েও নজর কাড়লেন মণীশ। টানটান শেষ ওভারে বিজয়শঙ্করকে রান আউট করলেন মণীশ। ব্যাটে-ফিল্ডিংয়ে দলকে জিতিয়েই বিয়ে করছেন তারকা ক্রিকেটার।