থাইল্যান্ডের চুথামাত রক্ষতকে ৪-১ হারিয়ে ফাইনালে পৌঁছালেন ভারতের মঞ্জু রানি। নিশ্চিত করলেন রুপো। প্রতিযোগিতার ৪৮ কেজি বিভাগে শীর্ষ বাছাই উত্তর কোরিয়ার কিম ইয়াং মিকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছিলেন মঞ্জু রানি। তাঁর নজর এখন ফাইনালের দিকে। তাইওয়ানের সিয়ো-ওয়েন-হুয়াংয়ের বিরুদ্ধে ফাইনালে খেলবেন তিনি।
আরও পড়ুন: শেষ চারেই থামতে হল মেরিকে, বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে এল ব্রোঞ্জ
এদিন কার্যত একতরফা লড়াই হয়। চুথামত রক্ষতকে রিংয়ে দাঁড়াতেই দেননি মঞ্জু। উচ্চতায় বাজি মাত করেন রানি। এর আগে মেরি কম ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপে বোঞ্জ নিশ্চিত করেছেন। এবার রুপো নিশ্চিত করলেন মঞ্জু রানি। ফলে এই টুর্নামেন্টে ভারতের এটি দ্বিতীয় পদক হতে চলেছে।
আরও পড়ুন: ২ ঘণ্টারও কম সময় শেষ করলেন ম্যারাথন, ইতিহাসে কেনিয়ার ইলিউড কিপচোগে
শনিবার রাশিয়ায় মেরির স্বপ্ন গুঁড়িয়ে দিলেন তুরস্কের বুসে নাজ কাকিরোগ্লু। এদিন ৫১ কেজি বিভাগে ১-৪ হেরে ব্রোঞ্জ নিয়েই দেশে ফিরবেন ছ’বারের বিশ্ব চ্যাম্পিয়ন।এদিন প্রথম রাউন্ডে মেরি দাপট দেখিয়েছিলেন। আক্রমণ ও রক্ষণের মিশেল ছিল তাঁর খেলায়। কিন্তু তুরস্কের প্রতিদ্বন্দ্বী দুরন্ত প্রত্যাবর্তন করে মেরিকে দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে মুখ তুলতে দেননি।
Read the full story in English