বিজিটিতে চরম ব্যর্থতার পর ভারতের প্রধান কোচের সমালোচনায় মুখর হলেন মনোজ তিওয়ারি। ১০ বছর পর অস্ট্রেলিয়ার কাছে ভারত বিজিটি হারার জেরে গম্ভীর প্রচণ্ড চাপের মধ্যে আছেন। এই পরিস্থিতিতেই মুখ খুলেছেন মনোজ। তিনি বলেছেন, 'গৌতম গম্ভীর একজন ভণ্ড।'
সংবাদমাধ্যমকে তিওয়ারি বলেছেন, 'গৌতম গম্ভীর একজন ভণ্ড। ও যা বলে, তা করে না। অধিনায়ক (রোহিত) কোথাকার? মুম্বই। অভিষেক নায়ার কোথাকার? মুম্বই। এটা তো মুম্বইয়ের একজন খেলোয়াড়কে তুলে ধরার বড় সুযোগ। অথচ, জলজ সাক্সেনার হয়ে কথা বলার কেউ নেই। ও ভালো পারফর্ম করলেও, সবাই চুপ করে আছে।'
তিনি আরও বলেন, 'মর্নে মরকেল লখনউ সুপার জায়ান্টস থেকে এসেছেন। অভিষেক নায়ার গম্ভীরের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সে ছিলেন। ভারতীয় দলের প্রধান কোচের সঙ্গে ওঁদের একটা স্বার্থের ব্যাপার আছে। কোচের সঙ্গে ওঁদের তাল মেলাতেই হবে। সেই কারণেই ওঁদের নিয়েছে।' মনোজ যে কথাগুলো খুব একটা খারাপ বলেছেন তা নয়। যে রবিচন্দ্রন অশ্বিন গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন, তিনিই গম্ভীরের কোচিংয়ে অস্ট্রেলিয়া সফরে আচমকা অবসর নিলেন বা নিতে বাধ্য হলেন।
Gautam Gambhir is the most misunderstood cricketer in India - @ashwinravi99
— Team Gautam Gambhir (@gautamgambhir97) October 4, 2023
GREATEST TEAM MAN who will take a fight on for his team and players. Great reader of the game who has played selfless knocks through his career especially in the World Cup!
So well put 🙌🏼❤️ pic.twitter.com/3MPUhJBbUF
মনোজ আরও জানান, ২০১২ সালে কলকাতা নাইট রাইডার্সকে গম্ভীর একা শিরোপা এনে দেননি। ওটা ছিল দলের সম্মিলিত প্রচেষ্টা। এই প্রসঙ্গে মনোজ বলেন, 'গম্ভীরের অধিনায়কত্ব কেকেআরকে এককভাবে শিরোপা এনে দেয়নি। আমরা সবাই একসঙ্গে পারফর্ম করেছি। জ্যাক ক্যালিস, মনবিন্দর বিসলা ও আমি ব্যাট হাতে পারফর্ম করেছি। সুনীল নারাইন অসাধারণ ভালো বোলিং করেছেন। এ কারণেই আমরা প্রথম আইপিএল শিরোপা জিতেছি। কিন্তু কৃতিত্ব কে নিয়েছে? ওঁর এমন একটি পরিবেশ এবং জনসংযোগ আছে, যে সমস্ত কৃতিত্ব নিজেই নেয়।'
আরও পড়ুন- এবার কড়া বিসিসিআই, বিজিটি হারতেই গম্ভীর-রোহিতকে তলব
১০ বছর পর অস্ট্রেলিয়ার কাছে ভারতের বিজিটি হারের পর কোচ হিসেবে গম্ভীরের দক্ষতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। অস্ট্রেলিয়ার কাছে ৩-১ ব্যবধানে হেরে যাওয়ার আগে, ভারত ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল। আর, শ্রীলঙ্কার কাছে একটি ওয়ানডে সিরিজেও হেরেছে।