/indian-express-bangla/media/media_files/2025/04/13/6XhaoWVgSqpVEOr6m99k.jpg)
মোহনবাগানের জয়ে উচ্ছ্বসিত মনোজ তিওয়ারি
Manoj Tiwary Congratulates Mohun Bagan: ভারতীয় ফুটবলে ইতিহাস রচনা করল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giants)। ২০২৪-২৫ ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2024-25) তারা 'ডবল' খেতাব জয় করেছে। প্রথমে জিতেছিল লিগ শিল্ড। আর এবার বেঙ্গালুরু এফসি'কে (Bengaluru FC) ২-১ গোলে পরাস্ত করে জিতল আইএসএল ট্রফি। ম্যাচের প্রথমার্ধে কোনও গোল আসেনি। তবে দ্বিতীয়ার্ধে বাগানের হয়ে গোল করেন জেসন কামিন্স এবং জেমি ম্য়াকলারেন।
মোহনবাগানের এই সাফল্যের পর গোটা দেশজুড়ে শুভেচ্ছার বন্যা বইছে। সেই তালিকায় নাম লিখিয়েছেন বাংলার প্রাক্তন ক্রিকেটার তথা রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে (আগেকার নাম টুইটার) শুভেচ্ছা জানিয়েছেন মনোজ। লিখেছেন, 'দ্য চ্যাম্পিয়নসসসসস!!! কী অসাধারণ একটা রাত!! ইন্ডিয়ান সুপার লিগ জয় করার জন্য মোহনবাগানকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। একটা দুর্দান্ত দল, নজরকাড়া মরশুম।' বলার অপেক্ষা রাখে না যে এই টুইট মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
THE CHAMPIONSSSSSSSS!!! ⚽🏆
— MANOJ TIWARY (@tiwarymanoj) April 12, 2025
What a night!! Congratulations @mohunbagansg on winning the @IndSuperLeague Cup!! Magnificent TEAM, magnificent SEASON... 🙌🙌#MohunBagan#IndianSuperLeaguepic.twitter.com/Z14zPIriEN
উল্লেখ্য, ফাইনাল ম্য়াচের দ্বিতীয়ার্ধে সবুজ-মেরুন ব্রিগেড কার্যত জ্বলে উঠেছিল। রডরিগসের আত্মঘাতী গোলে তারা পিছিয়ে পড়লেও, বেঙ্গালুরুর সামান্য ভুলে পেনাল্টি অর্জন করে মোহনবাগান। সেই সুযোগ কাজে লাগিয়েই সমতা ফেরালেন জেসন কামিন্স। আর ম্য়াচের অতিরিক্ত সময়ে বেঙ্গালুরুর কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন মোহনবাগানের অজি তারকা জেমি ম্য়াকলারেন। জেমির রকেট শট আটকানোর ক্ষমতা গুরপ্রীত সিং সান্ধুর ছিল না।
ম্যাচের শেষে মোহনবাগান সুপার জায়ান্ট দলের অধিনায়ক শুভাশিস বসু বললেন, 'এটা দলের জয়। গোটা টুর্নামেন্ট জুড়ে আমরা ভাল পারফরম্য়ান্স করেছি। তবে আমি সমর্থকদের আলাদা করে ধন্যবাদ জানাতে চাই। ওদের সাপোর্ট ছাড়া এই সাফল্য অর্জন করতে পারতাম না। প্রথমে লিগ শিল্ড এবং তারপর ট্রফি জিততে পেরেছি। আজকের রাতে আমার থেকে সুখী আর কেউ হতে পারবে না।'