Mamata Banerjee Congrtulates for Mohun Bagan: মাত্র বছর দুয়েক আগের কথা। ইন্ডিয়ান সুপার লিগ ফাইনালে মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giants) এবং বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। সেই ম্য়াচে মুখ চুন করে মাঠ ছাড়তে হয়েছিল সুনীল ছেত্রীদের। প্রথমবার ISL খেতাব জয় করেছিল মোহনবাগান।
দু'বছর পর শনিবাসরীয় রাতে সেই একই ছবি দেখতে পাওয়া গেল। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে পুনরাবৃত্তি হল ইতিহাসের। আবারও পরাজয়ের তীব্র যন্ত্রণা বুকে চেপে মাঠ ছাড়ল নীলবাহিনী। একই মরশুমে (ISL 2024-25) লিগ শিল্ড এবং আইএসএল ট্রফি জয় করে ইতিহাস রচনা করল মোহনবাগান সুপার জায়ান্ট।
Sanjiv Goenka on Mohun Bagan Win: শুধু জেতাই নয়, ইতিহাস গড়ল মোহনবাগান! কী বললেন সঞ্জীব গোয়েঙ্কা?
শেষপর্যন্ত এই ম্য়াচের ফলাফল দাঁড়ায় ২-১। এই ম্য়াচে বেঙ্গালুরু হাড্ডাহাড্ডি লড়াই করেছিল। এমনকী, ম্য়াচের দ্বিতীয়ার্ধে তারা লিডও নিয়ে ফেলেছিল। পিছিয়ে পড়েও হাল ছাড়েনি মোহনবাগান। বরং তারা দ্বিগুণ শক্তিতে কামব্য়াক করে। প্রথমে সমতা ফেরান জেসন কামিন্স। তারপর জয় নিশ্চিত করেন জেমি ম্য়াকলারেন। আর সেইসঙ্গে দ্বিতীয়বার আইএসএল খেতাব জয় করল মেরিনার্সরা।
Mohun Bagan wins ISL: ইতিহাস গড়ল মোহনবাগান, কী বললেন 'ক্যাপ্টেন' শুভাশিস?
এই ম্য়াচ শেষ হওয়ার পর মোহনবাগান সুপার জায়ান্টকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে তিনি লিখেছেন, 'বাংলার ফুটবল দল মোহনবাগানের জন্য আমরা সকলেই গর্বিত! আরও একবার আজ আইএসএল খেতাব জয় করার জন্য তোমাদের আন্তরিক অভিনন্দন। তোমাদের এই অনির্বচনীয় জয়কে আমি কুর্নিশ জানাই! আজ তোমাদের জন্য আমরা সবাই গর্বিত।'
MBSG vs BFC ISL 2025: চ্যাম্পিয়ন মোহনবাগান, ম্যাকলারেনের গোলে ইতিহাস মেরিনার্সদের
দেখে নিন সেই টুইট:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পালটা ধন্যবাদ জানিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টও। ওই টুইট রিপোস্ট করে লেখা হয়েছে, 'মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার অকৃত্রিম শুভেচ্ছা এবং সাপোর্টের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার এই শুভেচ্ছা গোটা মোহনবাগান পরিবারের কাছে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আগামীদিনে বাংলাকে আরও গর্বিত করার চেষ্টা আমরা করে যাব।'
Mohun Bagan Super Giant: 'আরাম সে' গোল মোহনবাগানের, সমতা ফেরালেন কামিন্স