Advertisment

Vinod Kambli hospitalized: নেই ভারসাম্য, ড্যামেজও হয়েছে মস্তিষ্ক! কাম্বলির ব্রেন নিয়ে চরম আশঙ্কার আপডেট ডাক্তারদের

Vinod Kambli health: চিকিৎসক জানিয়েছেন যে কাম্বলিকে আগামী ২-৩ দিনের মধ্যে ছেড়ে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। তবেঁ তাঁর মস্তিষ্কের পরিস্থিতি স্থিতিশীল নয় বলেও তিনি জানিয়ে দিয়েছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Vinod Kambli and his doctor, বিনোদ কাম্বলি ও তাঁর চিকিৎসক

Vinod Kambli and his doctor: বিনোদ কাম্বলি ও তাঁর চিকিৎসক। (ছবি- টুইটার)

Vinod Kambli health news: বিনোদ কাম্বলির মস্তিষ্কের পরিস্থিতি স্থিতিশীল নয়। এমনটাই জানালেন তাঁকে দেখভালের দায়িত্বে থাকা হাসপাতালের চিকিৎসক। তিনি জানিয়েছেন পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। স্বাস্থ্যের অবনতি হওয়ার পরে শনিবার সন্ধ্যায় কাম্বলিকে থানের আকৃতি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ৫২ বছর বয়সি ক্রিকেটারকে তাঁর এক ভক্ত হাসপাতালে নিয়ে এসেছিলেন। ওই ভক্ত থানে জেলার ভিওয়ান্ডির কালহের এলাকায় এক হাসপাতালের মালিক। 

Advertisment

কাম্বলির চিকিৎসা করছেন ডা. বিবেক দ্বিবেদী। তিনি জানিয়েছেন, ভর্তি হওয়ার সময় প্রাক্তন ক্রিকেটারের বেশ জ্বর ছিল। তিনি ঘোরের মধ্যে ছিলেন। জ্বর এখন স্থিতিশীল। এই অবস্থায় আগামী ২-৩ দিনের মধ্যে কাম্বলিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। 

ডা. দ্বিবেদী সংবাদমাধ্যমকে বলেছেন, 'শনিবার সন্ধ্যায় আমরা ওঁকে ভর্তি নিই। বাড়িতে ওঁর পেশীতে খিঁচুনি ধরছিল। মাথা ঘুরছিল। তারপরই ওঁকে হাসপাতালে আনা হয়। সেই সময় ওঁর প্রচণ্ড জ্বর ছিল। পেশির খিঁচুনির জন্য হাঁটাচলা করতে পারছিল না। পরীক্ষায় আমরা দেখতে পেয়েছি যে ওঁর প্রস্রাবের সংক্রমণ আছে। সোডিয়াম এবং পটাসিয়ামের ঘাটতি আছে। তার ফলেই খিঁচুনি ধরছিল। স্ক্যান থেকে জানা গেছে যে ওর সম্প্রতি স্ট্রোক হয়ছিল। আইসিইউতে রাখা হয়েছিল কাম্বলিকে। কারণ, ওঁর রক্তচাপ বেশ কম ছিল। ওঁর শারীরিক পরিস্থিতিতে স্থিতিশীল করতে চিকিৎসা এবং ফিজিওথেরাপি চলছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক থাকলে ২-৩ দিনের মধ্যেই ওঁকে ছেড়ে দেব।'

একইসঙ্গে ডা. দ্বিবেদী জানিয়েছেন, কাম্বলির মস্তিষ্কের পরিস্থিতি এখনও স্থিতিশীল হয়নি। এখন ওঁর স্বাস্থ্যকে স্থিতিশীল রাখার দিকেই তাঁরা জোর দিচ্ছেন। এই প্রসঙ্গে ডা. দ্বিবেদী বলেন, 'ওঁর মস্তিষ্কের পরিস্থিতি মোটেও স্থিতিশীল নয়। মস্তিষ্কে ক্ষয়জনিত পরিবর্তন ঘটেছে। আমরা ওঁর চিকিৎসায় আরও বেশি মনোযোগ দিচ্ছি।' 

Advertisment

কাম্বলি চলতি মাসের শুরুর দিকে সংবাদমাধ্যমের নজরে আসেন। ওই সময় তিনি তাঁর বাল্যবন্ধু শচীন টেন্ডুলকরের সঙ্গে শিবাজি পার্কে কিংবদন্তি ক্রিকেট কোচ রমাকান্ত আচরেকরের একটি স্মারক উন্মোচনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ওই অনুষ্ঠানে কাম্বলির স্বাস্থ্যের পরিস্থিতি দেখে প্রাক্তন ক্রিকেটাররা উদ্বেগ প্রকাশ করেন। টেন্ডুলকরের আর্থিক সহায়তায় ২০১৩ সালে কাম্বলির দুটি হার্ট সার্জারি হয়েছে। এমনিতে গত কয়েক বছর ধরেই প্রাক্তন এই ক্রিকেটারের স্বাস্থ্যের অবস্থা অত্যন্ত খারাপ।

আরও পড়ুন- শুভমানের নাম ধরে চিৎকার! মহিলা ভক্তের ওপর পাল্টা চিৎকার রোহিতের, বেনজির কাণ্ড

থানের হাসপাতালে কিছুটা সুস্থ হওয়ার পর কাম্বলি সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, শচীন টেন্ডুলকরের আশীর্বাদ সবসময় তাঁর সঙ্গে আছে। তিনি বলেছেন, 'আমি এখন ভালো বোধ করছি। আমি কখনই ক্রিকেট ছাড়ব না। আমার করা সেঞ্চুরি এবং ডাবল সেঞ্চুরির কথা আমার এখনও মনে আছে। আমি শচীন টেন্ডুলকরের কাছে কৃতজ্ঞ। ওঁর আশীর্বাদ সবসময় আমার সঙ্গে আছে।'

health Team India Team-India Vinod Kambli Doctor Indian Cricket Team Hospitalized
Advertisment