হাতে আর আট দিন। তারপরেই কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে ইন্ডিয়ান সুপার লিগের অভিযান শুরু করছে দু’বারের চ্যাম্পিয়ন দল অ্যাটলেটিকো দে কলকাতা। ঘরের মাঠেই প্রথম ম্যাচ। যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে খেলা। আসন্ন মরসুমের জন্য এটিকে তাদের দল বেছে নিয়েছে। ক্যাপ্টেনসির আর্মব্যান্ড উঠছে স্প্যানিশ মিডফিল্ডার ম্যানুয়েল লানজারোতের হাতে। গত মরসুমে বছর ৩৪-এর এই ফুটবলার এফসি গোয়ার জার্সিতে দুর্দান্ত ফুটবল খেলেছেন। ১৩টি গোল করেছিলেন ও ৬টি করিয়েছিলেন।
অ্যাটাকিং লাইন-আপে লানজারোতের সঙ্গে থাকছেন নাইজেরিয়ার বছর পঁয়ত্রিশের ফরোয়ার্ড কালু উচে ও ব্রাজিলিয়ান স্ট্রাইকার এভার্টন স্যান্টোস। এটিকে ধরে রেখেছে তাদের ব্রিটিশ সেন্টার ব্যাক জন জনসনকে। বেঙ্গালুরু এফসি-র জার্সিতে পাঁচ মরসুম
কাটিয়েছেন জনসন। ফলে ভারতীয় ফুটবল সম্বন্ধে তাঁর ধারণা পরিস্কার। গত মরসুমেই সুনীল ছেত্রীর ক্লাব ছেড়ে এটিকে-তে যোগ দেন তিনি।
A little bit of red and white and a hint of blue!
Introducing our new home kit for the 2018/19 @IndSuperLeague season ????⚪#AamarBukeyATK #BanglaBrigade pic.twitter.com/nFIDpXcnTR
— ATK (@WorldATK) September 20, 2018
আরও পড়ুন: ISL 2019: জামশেদপুরের চাকরি ছেড়ে কলকাতায় কোপেল
এটিকে এবার দলে নতুন ছ’জন বিদেশি ফুটবলারকে নিয়েছে। এর মধ্যে রয়েছে আন্দ্রে বিকে। যিনি কোচ স্টিভ কোপেলের সঙ্গে অতীতে রিডিং ও জামশেদপুর এফসি-তে কাজ করেছেন। দু’বারের চ্যাম্পিয়ন এটিকে-র গতবারের পারফরম্যান্স ছিল অত্যন্ত হতশ্রী। ১৮ ম্যাচে ১৬ পয়েন্ট পেয়ে ন নম্বরে শেষ করেছিল তারা। এবার এটিকে কোচ নির্বাচনের সময় অত্যন্ত বুঝেই সিদ্ধান্ত নিয়েছে।
কোপেলের কোচিংয়ে কেরল আইএসএল-এর প্রথম সংস্করণে রানার্স হয়েছিল। গত মরসুমে টুর্নামেন্টের অভিষেককারী জামশেদপুরকে পাঁচ নম্বরে শেষ করিয়েছিলেন। কোপেল এবার সহকারী হিসেবে পাশে পেয়েছেন মোহনবাগানকে আই-লিগ দেওয়া সঞ্জয় সেনকে। বৃহস্পতিবার এটিকে-র জার্সি লঞ্চে কোপেল বললেন, “নতুন মরসুমের জন্য মুখিয়ে আছি আমি। স্পেনে আমাদের প্রাকমরসুম প্র্যাকটিসও খুব ভাল হয়েছে। ওখানে সব ফুটবলারকে আমাকে পরখ করে নিয়েছি। এবার মাঠে নেমে প্রমাণ করার সময়।” এটিকে-র স্কোয়াডে ১৯জন ভারতীয় ফুটবলার রয়েছে। এর মধ্যে ছ’জনই রয়েছেন চতুর্থ মরসুম থেকে। আছেন দেবজিত মজুমদার, প্রবীর দাস, ইউজেনসন লিংডো, জয়েশ রানে, কোমল থাথাল ও হিতেশ শর্মা।