ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ান-ডে সিরিজ ৩-২ জিতে নেওয়ার পর সংযুক্ত আরব আমিরশাহিতে গিয়ে পাকিস্তানকেও হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া। ৩-০ জয় পেয়েছে অজিরা। কিন্তু সিরিজ থেকে ফোকাস সরে গিয়েছে সম্পূর্ণ অন্য দিকে। আলোচনায় উঠে এসেছে অস্ট্রেলিয়ার অত্যন্ত দুই প্রতিভাবান ক্রিকেটার-অ্যাডাম জাম্পা এবং মার্কাস স্টোইনিসের পারস্পরিক সম্পর্ক।
ঘটনার সূত্রপাত একটি ভাইরাল ভিডিও থেকে। সেখানে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমে স্ট্রোইনিস এবং জাম্পা দু'জনে পাশাপাশি বসেছিলেন। এরপর জাম্পার ইঙ্গিতে স্টোইনিস তাঁর আরও কাছে এসে গা ঘেঁষে বসেন। এরপর স্টোইনিসের চুল নিয়ে খেলেন জাম্পা। এমনকী তাঁর মুখেও সেই হাত বুলিয়ে দেন আদরের ভঙ্গিতেই। এরপর থেকেই সোশাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়ে যায়। বেশ কিছু ছবিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যাচ্ছে যে, ম্যাচের সেরার পুরস্কার হাতে নিয়ে ড্রেসিংরুমে ফেরার সময় জাম্পার ঠোঁট ছুঁয়েছে স্টোইনিসের গাল।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার পর এই ঐতিহাসিক মাইলস্টোন স্পর্শ করল ভারত
এরপর থেকে অনেকেই তাঁদের 'সমকামী' বলে তকমা দিয়েছেন। কেউ বা সরাসরি 'গে' বলছেন। এবার নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খুললেন স্টোইনিস। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে স্টোইনিস জানান, "আমরা খুব ভাল বন্ধু। একসঙ্গে দীর্ঘ সফর করার ফলেই এ ধরণের জিনিস ঘটে থাকে। কখনও সেখানে বিদ্রুপ থাকে তো কখনও হাসি-ঠাট্টা। এত সিরিয়াসলি নেওয়ার কিছু হয়নি। আমাদের দলের সবার সঙ্গেই একটা ভাল বন্ডিং রয়েছে। দলটাও খুব ভাল।"