Mark Wood Undergoes Knee Surgery, Set to Miss Entire India Test Series: ইংল্যান্ডের পেসার মার্ক উড বাম হাঁটুর অস্ত্রোপচারের পর চার মাসের জন্য মাঠের বাইরে থাকবেন। যার ফলে তিনি ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে খেলতে পারবেন না।
ইসিবির ঘোষণা ও ইনজুরির কারণ
বৃহস্পতিবার, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ECB/ইসিবি) নিশ্চিত করেছে যে উডের হাঁটুতে লিগামেন্ট ইনজুরি ধরা পড়েছে, যার ফলে তাঁকে সব ধরনের ক্রিকেট থেকেই চার মাস বিশ্রাম নিতে হবে। ইসিবি জানিয়েছে যে, গত এক বছর ধরে উড হাঁটুর সমস্যায় ভুগছিলেন। চলতি মাসের শুরুতে লাহোরে আফগানিস্তানের বিরুদ্ধে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ বি ম্যাচের সময় তিনি ইনজুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন।
পুনর্বাসন ও প্রত্যাবর্তনের সম্ভাবনা
ইংল্যান্ডের এই তারকা ২০২৫ সালের জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ ফিট হওয়ার চেষ্টা চালাবেন। এই জন্য তিনি আপাতত চিকিৎসাধীন থাকবেন। ইসিবির মেডিকেল টিমের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা এবং রিহ্যাব প্রক্রিয়া চলবে। ভারতের ইংল্যান্ড সফর জুনের শেষের দিকে শুরু হবে এবং আগস্টের প্রথম সপ্তাহে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষ হবে। এর পর, ২০২৫-২৬ অ্যাশেজ সিরিজের আগে কিছুদিন লাল বলের ক্রিকেট থেকে বিরতি নেবে ইংল্যান্ড দল।
মার্ক উডের প্রতিক্রিয়া
ইনজুরির কারণে তাঁর এই দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা প্রসঙ্গে মার্ক উড সাংবাদিকদের বলেছেন: 'ইংল্যান্ডের হয়ে ধারাবাহিকভাবে খেলার পর এত লম্বা সময় মাঠের বাইরে থাকা সত্যিই কষ্টের। তবে আমি আত্মবিশ্বাসী যে এখন আমার হাঁটুর সমস্যা ঠিক হয়ে যাওয়ায় আমি আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরে আসতে পারব।' তিনি আরও বলেন, 'আমি চিকিৎসক, সার্জন, ইসিবি স্টাফ, সতীর্থ ও কোচদের প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে আমাদের সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই। আমি ২০২৫ সালের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ফিরে আসার জন্য মুখিয়ে থাকব।'
আরও পড়ুন- জাতীয় দলের হয়ে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স, আইপিএলে ক্যাপ্টেন করে তারকাকে পুরস্কার দিল্লির
মার্ক উডের অনুপস্থিতি ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে ইংল্যান্ডের কাছে এক বড় ধাক্কা। তবে ইংল্যান্ডের ফাস্ট বোলার উড জানিয়েছেন, তাঁর দলকে এই ধাক্কা খেতে হবে না। তিনি নিশ্চিত যে ২০২৫-২৬ অ্যাশেজ সিরিজের আগেই সুস্থ হয়ে দলে যোগদান করতে পারবেন। এর আগে ভারত সফরে এসে টিম ইন্ডিয়ার কাছে পর্যুদস্ত হয়েছে ইংল্যান্ড দল। তবে, সেটা ভারতের পিচে। ইংল্যান্ডের পিচে তারা ভারতীয় দলের বিরুদ্ধে কেমন পারফরম্যান্স করে, সেটা দেখার অপেক্ষায় রয়েছেন ইংল্যান্ডের সমর্থকরাও।