Axar Patel Named as Delhi Capitals Captain for IPL 2025: ঋষভ পন্থ নেই। এই অবস্থায় দিল্লি ক্যাপিটালসের নতুন অধিনায়ক কাকে করা হবে, সেদিকে নজর ছিল সকলেরই। শুক্রবার সেই প্রতীক্ষার অবসান ঘটল। আইপিএলে দিল্লির দল তাদের নতুন অধিনায়কের নাম ঘোষণা করল। শুক্রবার এক বিবৃতিতে তারা একথা জানিয়েছে।
দিল্লি ক্যাপিটালসের সঙ্গে দীর্ঘ পথচলা
অক্ষর প্যাটেলকে তারা নতুন অধিনায়ক ঘোষণা করেছে। ২০১৯ সাল থেকে দিল্লি ক্যাপিটালসে থাকা এই অলরাউন্ডারকে ১৬.৫০ কোটি টাকায় এবার ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজি। দিল্লির হয়ে ৮২ ম্যাচে ৯৬৭ রান এবং ৬২ উইকেট নিয়েছেন তিনি, ইকোনমি রেট ৭.০৯।
অক্ষর তাঁর আইপিএল কেরিয়ারে এখনও পর্যন্ত ১৫০টি ম্যাচ খেলেছেন, ১৬৫৩ রান করেছেন এবং ১২৩ উইকেট নিয়েছেন। ২০১৬ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের (বর্তমানে পাঞ্জাব কিংস) হয়ে মাত্র ৫ বলে ৪টি উইকেট নিয়ে দুর্দান্ত হ্যাটট্রিক করেছিলেন তিনি।
অক্ষর প্যাটেলের প্রতিক্রিয়া
নতুন দায়িত্ব পাওয়ার পর, অক্ষর প্যাটেল বলেন, 'দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হওয়া আমার জন্য এক বিশাল সম্মানের ব্যাপার। আমি এই ফ্র্যাঞ্চাইজির মালিক ও কোচিং স্টাফদের প্রতি কৃতজ্ঞ, তাঁরা আমার ওপর বিশ্বাস রেখেছেন।' অক্ষর আরও যোগ করেন, 'আমি এই দলের সঙ্গে একজন ক্রিকেটার হিসেবে বেড়ে উঠেছি এবং এখন নিজেকে নতুন দায়িত্বের জন্য প্রস্তুত বলেই মনে করছি।'
অধিনায়কত্বের অভিজ্ঞতা
যদিও আইপিএলে তাঁর অধিনায়কত্বের অভিজ্ঞতা সীমিত, তবে অক্ষর গুজরাতের হয়ে ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন এবং এই বছর ভারতীয় টি-২০ দলের সহ-অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০২৪ মরশুমে পারফরম্যান্স
গত আইপিএল মরশুমে, অক্ষর ২৩৫ রান করেছিলেন, গড় ছিল ৩০ এবং ১১ উইকেট নিয়েছিলেন। তাঁর ইকোনমি রেট ছিল ৭.৬৫।
আরও পড়ুন- অল ইংল্যান্ড ওপেনে দুর্দান্ত পারফরম্যান্স, আগের চ্যাম্পিয়ন জনাথন ক্রিস্টিকে নাস্তানাবুদ লক্ষ্য সেনের
দিল্লির প্রথম ম্যাচ ও ঋষভ পন্থের পরিবর্ত
আইপিএল ২০২৫-এ অক্ষর দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্ব করবেন। তিনি এই দায়িত্ব নিলেন ঋষভ পন্থের পরিবর্তে। পন্থ এবার লখনউ সুপার জায়ান্টসের নেতৃত্ব দেবেন। অক্ষর প্যাটেলের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস তাদের প্রথম ম্যাচ খেলবে ২৪ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে, বিশাখাপত্তনমের (ACA-VDCA) ক্রিকেট স্টেডিয়ামে। দিল্লি ক্যাপিটালসের নতুন অধিনায়ক হিসেবে অক্ষর প্যাটেলের এই দায়িত্ব গ্রহণ, তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও ক্রিকেটীয় দক্ষতার স্বীকৃতি বলেই অনুরাগীরা মনে করছেন।