Advertisment

দু-বার বিশ্বকাপের ফাইনালের সেরা হয়েছিলেন, অবসর ঘোষণা করলেন বুধবার

জাতীয় দলের হয়ে স্যামুয়েলস ৭১টি টেস্ট, ২০৭টি ওডিআই, এবং ৬৭টি টি২০ ম্যাচে খেলেন। তিন ফরম্যাট মিলিয়ে ১১১৩৪ রান করেছেন। সংগ্রহে রয়েছে ১৭টি সেঞ্চুরিও।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে দুটো টি২০ বিশ্বকাপের ফাইনালের টপ স্কোরার ছিলেন। দেশকে দুবার বিশ্বকাপ এনে দেওয়া মার্লন স্যামুয়েলস বুধবার অবসর নিলেন। ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, ৩৯ বছরের তারকা ক্রিকেটার চলতি বছরের জুনেই ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডকে জানিয়েছিলেন নিজের অবসর পরিকল্পনার কথা।

Advertisment

জাতীয় দল থেকে বহুদিনই বাইরে ছিলেন। ২০১৮-র ডিসেম্বরে শেষবার আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন বাংলাদেশের বিপক্ষে। কলম্বোয় ২০১২ সালে টি২০ বিশ্বকাপের ফাইনালে আয়োজক দেশ শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে ঝলসে উঠেছিলেন। ব্যাটিংয়ে ৫৬ বলে ৭৮ করার পর বল হাতেও ১৫ রানের বিনিময়ে ১ উইকেট তুলে নেন।

আরো পড়ুন: স্টোকসের স্ত্রীকে যৌনগন্ধী অশ্লীল গালি, বিতর্কের দাবানল জ্বালালেন স্যামুয়েলস

২০১৬ সালে কলকাতায় টি২০ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে স্যামুয়েলসের ব্যাট থেকে বেরিয়েছিল বিস্ফোরক ৬৬ বলে ৮৫ রান। সেই ম্যাচেই বেন স্টোকসকে পরপর ছক্কা হাঁকিয়ে শিরোনামে উঠে এসেছিলেন কার্লোস ব্রেথওয়েট। তবে ম্যাচের সেরা হন স্যামুয়েলসই। আইসিসির কোনো প্রতিযোগিতায় স্যামুয়েলসই একমাত্র ব্যাটসম্যান যিনি দুটো ফাইনাল ম্যাচের সেরা হন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাদ পড়লেও স্যামুয়েলস বিশ্বের বিভিন্ন প্রান্তের টি২০ লিগে অংশ নিচ্ছিলেন। আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস, পুনে ওয়ারিয়র্সয়ের হয়ে খেলার পাশাপাশি বিগ ব্যাশ লিগে খেলেছেন মেলবোর্ন রেনেগ্রাডসের হয়ে।

জাতীয় দলের হয়ে স্যামুয়েলস ৭১টি টেস্ট, ২০৭টি ওডিআই, এবং ৬৭টি টি২০ ম্যাচে খেলেন। তিন ফরম্যাট মিলিয়ে ১১১৩৪ রান করেছেন। সংগ্রহে রয়েছে ১৭টি সেঞ্চুরিও। বল হাতেও দক্ষ ছিলেন। ১৫২ টি উইকেট তাঁর নামের পাশে। সম্প্রতি বেন স্টোকসের স্ত্রীকে অশালীন গালি দিয়ে সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন তিনি।

Read the full article in ENGLISH

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

West Indies
Advertisment