ভারতের বিরুদ্ধে দল ঘোষণা অস্ট্রেলিয়ার, ওয়ানডে অভিষেক করবেন লাবুশানে

ওয়েস্ট ইন্ডিজ দেশে ফিরে যাওযার পরেই ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া। নতুন বছরের প্রথম মাসেই বিরাট কোহলিদের সঙ্গে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ খেলবেন অ্যারন ফিঞ্চরা। 

ওয়েস্ট ইন্ডিজ দেশে ফিরে যাওযার পরেই ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া। নতুন বছরের প্রথম মাসেই বিরাট কোহলিদের সঙ্গে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ খেলবেন অ্যারন ফিঞ্চরা। 

author-image
IE Bangla Web Desk
New Update
Marnus Labuschagne Called Up As Australia Overhaul ODI Squad For India Tour

ভারতের বিরুদ্ধে দল ঘোষণা অস্ট্রেলিয়ার, ওয়ানডে অভিষেক করবেন লাবুশানে

ওয়েস্ট ইন্ডিজ দেশে ফিরে যাওযার পরেই ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া। নতুন বছরের প্রথম মাসেই বিরাট কোহলিদের সঙ্গে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ খেলবেন অ্যারন ফিঞ্চরা।

Advertisment

মঙ্গলবার ভারতের বিরুদ্ধে ১৪ সদস্য়ের দল ঘোষণা করে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। দলে রয়েছে বেশ কয়েক'টা পরিবর্তন এমনকী কোচ জাস্টিন ল্য়াঙ্গারও বিশ্রামে যাচ্ছেন। স্ট্য়ান্ড-ইন কোচ হিসাবে আসছেন দলের সহকারি কোচ অ্যানড্রিউ ম্য়াকডোনাল্ড।

Advertisment

ভারতের মাটিতেই আন্তর্জাতিক ওয়ানডে অভিষেক করতে চলেছেন মার্নাস লাবুশানে। শেষ এক বছর টেস্ট ক্রিকেটে দুরন্ত ফর্মে থাকা লাবুশানেকে এবার পঞ্চাশ ওভারের ফর্ম্য়াটে পরখ করতে চায় অজিরা।

আরও পড়ুন-ভিডিও: তুমি দেখেই পড়তে পারছ না, ডায়লগ বলবে কী করে? সাক্ষীকে বললেন ধোনি

৫৮.০৫-এর গড়ে লাবুশানে শেষ তিন টেস্টেই শতরানের স্বাদ পেয়েছেন। পাশাপাশি কুইন্সল্য়ান্ডের হয়ে ওয়ানডে ক্রিকেটেও নিজেকে ঝালিয়ে নিয়েছেন বছর পঁচিশের ব্য়াটসম্য়ান।

ইংল্য়ান্ডের মাটিতে বিশ্বকাপে খেলা সাতজন ক্রিকেটারই আসছেন না ভারতে। নেই গ্লেন ম্য়াক্সওয়েল, মার্কাস স্টোইনিস ও ন্য়াথান লিঁয়রা। সেসময় তাঁরা বিগ ব্য়াশ লিগে ব্য়স্ত থাকবেন।

ভারত সফরের জন্য় ঘোষিত অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ (ক্য়াপ্টেন), সিন অ্যাবট, অ্যাশটন আগার, অ্যালেক্স ক্য়ারি (ভাইস ক্য়াপ্টেন), প্য়াট কামিন্স (ভাইস ক্য়াপ্টেন), পিটার হ্য়ান্ডসকম্ব, জোশ হ্য়াজেলউড, মার্নাস লাবুশানে, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, অ্যাশটন টার্নার, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

Cricket Australia India