Advertisment

ভিডিও দেখুন: ভয়ানক বাউন্সারে মাটিতে লুটিয়ে পড়লেন এই পাক ওপেনার

নিউজিল্যান্ডের ফাস্ট বোলার লোকি ফার্গুসনের ভয়ানক বাউন্ডারে মাটিতে লুটিয়ে পড়েন ইমাম। তখন ১৬ রান ব্যাট করছিলেন তিনি। মাঠ থেকেই অ্যাম্বুলেন্সে করে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Imam-ul-Haq

মাটিতে লুটিয়ে পড়েছেন ইমাম-উল-হক (ছবি টুইটার)

শুক্রবার আবু ধাবির শেখ জাইদ স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। চলতি তিন ম্যাচের ওয়ান-ডে সিরিজে দ্বিতীয় ম্যাচ ছিল এটা। পাকিস্তান ছ’উইকেটে জিতে সিরিজে সমতা ফিরিয়ে আনল ঠিকই, কিন্তু ম্যাচে হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছিল পাক ওপেনার ইমাম-উল-হকের চোট।

Advertisment

নিউজিল্যান্ডের ফাস্ট বোলার লোকি ফার্গুসনের ভয়ানক বাউন্ডারে মাটিতে লুটিয়ে পড়েন ইমাম। তখন ১৬ রান ব্যাট করছিলেন তিনি। মাঠ থেকেই অ্যাম্বুলেন্সে করে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও সিটি স্ক্যানের রিপোর্টে কিছু ধরা পড়েনি। ইমাম সুস্থই আছেন। আগামী ৪৮ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। ২২ বছরের ক্রিকেটার দলে যোগ দিয়েছেন। ফিজিও-র তত্ত্বাবধানেই থাকবেন তিনি। এমনই জানিয়েছে পাক ম্যানেজমেন্ট। এদিন হাসপাতালে গিয়ে ইমামের সঙ্গে সেলফি তুলে টুইট করেছেন পাক অলরাউন্ডার শোয়েব মালিক। তিনিই জানিয়েছেন যে, ইমাম একদম ভাল আছেন।

আরও পড়ুন: পাকিস্তানের বাবর এখন বিশ্বের এক নম্বর

এদিন প্রথমে ব্যাট করে পাকিস্তান ২০৯ রান তোলে। কিউয়ি ব্যাটসম্যানদের একমাত্র রস টেলরই ভাল খেলেলেন। ৮৬ রান এসেছে তাঁর ব্য়াট থেকে। পাকিস্তানের হয়ে দুরন্ত বল করেছেন তরুণ ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি। ১০ ওভার হাত ঘুরিয়ে ৩৮ রান খরচ করে চার উইকেট তুলে নিয়েছেন তিনি। এখনও পর্যন্ত এটাই তাঁর কেরিয়ারে সেরা পরিসংখ্যান। জবাবে পাকিস্তান ফখর জামানের ব্যাটে (৮৮) ৪০.৩ ওভারে ছ’উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয়। একই সঙ্গে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তান টানা চার বছরের হারের খরা কাটাল। শেষ ১২টি ওয়ান-ডে ম্যাচে পাকিস্তান হেরেছে নিউজিল্যান্ডের কাছে। ২০১৪ সালে সংযুক্ত আরব আমিরশাহিতে ৩-২ হার দিয়েই শুরু হয়েছিল। চলতি সিরিজের শেষ ওয়ান-ডে আগামিকাল।

Advertisment