/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/chotto.jpg)
প্রথম টেস্ট সেঞ্চুরির স্বাদ পেলেন ময়ঙ্ক আগরওয়াল (ছবি-টুইটার/বিসিসিআই)
কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির স্বাদ পেলেন ময়ঙ্ক আগরওয়াল। রোহিত শর্মার সঙ্গে জুটি বেঁধে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বৃহস্পতিবার সকালেই প্রত্য়াশিত শতরানটা পেয়ে গেলেন তিনি।
গতকাল ১৮৩ বলে ৮৪ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন ময়ঙ্ক। বেঙ্গালুরুর বছর আঠাশের ব্য়াটসম্য়ান জীবনের প্রথম টেস্ট শতরান থেকে ১৬ রান দূরে ছিলেন। এদিন বাকি কাজটা সেরে ফেললেন।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের মতো সহজে লড়াই ছাড়বে না দক্ষিণ আফ্রিকা
????????????#INDvSAhttps://t.co/R5QyyblOwZpic.twitter.com/utqFMShNj0
— BCCI (@BCCI) October 3, 2019
India opener Mayank Agarwal brings up his maiden Test hundred in Visakhapatnam! ????#INDvSA LIVE ????https://t.co/dCGJ4Pcug5pic.twitter.com/tPanfR6VLk
— ICC (@ICC) October 3, 2019
আরও পড়ুন: ডনের সঙ্গে এক আসনে রোহিত, রেকর্ডের ছড়াছড়ি হিটম্য়ানের ব্য়াটে
গোটা ড্রেসিংরুম উঠে দাঁড়িয়ে ময়ঙ্ককে করতালিতে শুভেচ্ছা জানালেন। তাঁর ওপেনিং পার্টনার ও অপর সেঞ্চুরিকারী রোহিতও তাঁকে বুকে জড়িয়ে ধরলেন। ময়ঙ্ক এবং রোহিতের ব্য়াটে ভারত অনায়াসে ২৫০ রানের গণ্ডি পেরিয়ে গিয়েছে। আইসিসি-র পক্ষ থেকেও টুইট করে শুভেচ্ছা জানানো হয়েছে তাঁকে।