/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/ma.jpg)
ইতিহাস লেখার পথে ময়ঙ্ক,স্পর্শ করতে পারেন ব্র্য়াডম্য়ানকে (ছবি-টুইটার, ময়ঙ্ক আগওয়াল)
ঐতিহাসিক টেস্টে ইতিহাস লেখার দোরগোড়ায় ভারতের ওপেনার ময়াঙ্ক আগরওয়াল। বাংলাদেশের বিরুদ্ধে এক অনন্য় রেকর্ডের হাতছানি রোহিত শর্মার পার্টনারের সামনে। দ্রুততম ভারতীয় হিসাবে টেস্টে ১০০০ রান করার সুবর্ণ সুযোগ তাঁর সামনে।
একই সঙ্গে বেঙ্গালুরুর ২৮ বছরের ব্য়াটসম্য়ান স্পর্শ করতে পারেন অজি কিংবদন্তি স্য়ার ডন ব্র্য়াডম্য়ানকেও। কেরিয়ারের ১৩ তম ইনিংসে ডন টেস্টে ১০০০ রান করেছিলেন। ময়াঙ্কের সামনেও সেই সুযোগ।
আরও পড়ুন-ময়ঙ্কের ডাবল সেঞ্চুরিতে যে ৫টি রেকর্ড ভাঙল ইন্দোরে
Double centurion @mayankcricket getting into the groove under lights ???????????????????? #TeamIndia#INDvBAN#PinkBallTestpic.twitter.com/v2wVSfxzV5
— BCCI (@BCCI) November 20, 2019
এই টেস্টে বিনোদ কাম্বলি, চেতেশ্বর পূজারা, সুনীল গাভাস্কর, সঞ্জয় মঞ্জরেকরকে ছাপিয়ে যেতে পারেন ময়ঙ্ক। আর ১৪২ রান করলেই সেই নজির গড়বেন ভারতের হয়ে দুরন্ত ফর্মে থাকা এই ক্রিকেটার। কিন্তু ময়ঙ্কের সামনে চ্যালেঞ্জটা কঠিন। কারণ লাল নয়, গোলাপি বলেই তাঁকে এই রেকর্ড করতে হবে।
Gearing up for the historic pink ball test! ???? pic.twitter.com/E9S1qzjlHk
— Mayank Agarwal (@mayankcricket) November 21, 2019