Mohammed Siraj-Zanai Bhosle: আশা ভোঁসলের নাতনির সঙ্গে প্রেম! গোপন কাহিনী ফাঁস হতেই মুখ খুললেন সিরাজ
Md Siraj breaks silence on Zanai Bhosle: জানাই ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেছেন। যেখানে তিনি সিরাজকে তাঁর ভাই বলে সম্বোধন করেছেন। জানাই লিখেছেন, 'আমার প্রিয় ভাই...।'
Mohammed Siraj-Zanai Bhosle: মহম্মদ সিরাজ ও জানাই ভোঁসলে। (ছবি- ইনস্টাগ্রাম)
Mohammed Siraj-Zanai Bhosle: আশা ভোঁসলের নাতনি জানাই ভোঁসলের সঙ্গে ডেটিং গুজব নিয়ে নীরবতা ভাঙলেন ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ সিরাজ। সম্প্রতি আশা ভোঁসলের নাতনি জানাই ভোঁসলের সঙ্গে সিরাজের ডেটিং করার গুজব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তারপরই তা উড়িয়ে দিলেন মহম্মদ সিরাজ। যদিও জানাই ও সিরাজের ছবিটি গোটা দেশের দৃষ্টি আকর্ষণ করেছে। যার জেরে অনেকেই ভেবেছিলেন যে দু'জনের মধ্যে প্রেম আছে। কিন্তু, সিরাজ সেনিয়ে জল্পনা বেশিদূর বাড়তে দেননি। তিনি বিষয়টা স্পষ্ট করে দেন। জানাইও ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেন। সেখানে তিনি সিরাজকে তাঁর 'ভাই' বলে সম্বোধন করেছেন। এই ব্যাপারে জানাই লিখেছেন, 'আমার প্রিয় ভাই।' সিরাজও সেই স্টোরি রি-পোস্ট করেছেন। সেই রি-পোস্টে তিনি জানাইকে, 'বোন' বলে সম্বোধন করেছেন।
Advertisment
ভারতীয় পেসার লিখেছেন, 'আমার বোনের মত কোনও বোন নেই। তাঁকে ছাড়া আমি থাকতে চাই না। তারকাদের মধ্যে চাঁদ যেমন সবার প্রিয়, আমার বোনও হাজার মানুষের মধ্যে সবচেয়ে জনপ্রিয়।' চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা না পাওয়া সিরাজ পরবর্তী রঞ্জি ট্রফির ম্যাচে খেলবেন। ৩০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি নাগপুরে হতে চলা বিদর্ভের বিরুদ্ধে হায়দরাবাদের দ্বিতীয় রাউন্ডের ম্যাচের জন্য তিনি ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন। বর্ডার-গাভাসকর ট্রফিতে সিরাজ দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। এই ট্রফিতে তিনি জসপ্রীত বুমরার সহযোগী বোলারের ভূমিকায় ছিলেন। ৫ ম্যাচের সিরিজে সিরাজ ৩১.১৫ গড়ে ২০ উইকেট নিয়েছেন। তার মধ্যে একটি ইনিংসে নিয়েছেন ৯৮ রানে ৪ উইকেট। যা সিরিজে তাঁর সেরা স্কোর।
Mohammed Siraj-Zanai Bhosle: মহম্মদ সিরাজ ও জানাই ভোঁসলে। (ছবি- ইনস্টাগ্রাম)
তবে, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সিরাজের অনুপস্থিতি অনেকের কাছেই বড় ধাক্কা। কারণ তিনি গত তিন বছরে ৫০ ওভারের ফরম্যাটে সবচেয়ে ধারাবাহিক সফল বোলারদের অন্যতম। ভারত অধিনায়ক রোহিত শর্মাও চ্যাম্পিয়ন্স ট্রফিতে সিরাজকে না নেওয়া 'দুর্ভাগ্যজনক' বলে জানিয়েছেন। একইসঙ্গে অবশ্য তিনি বলেছেন যে পুরোনো বলে সিরাজের দাপট কিছুটা হলেও কমে গিয়েছে।
এই ব্যাপারে রোহিত বলেছেন, 'নতুন বল না পেলে সিরাজ আর আগের মত দাপট দেখাতে পারে না। আমরা এনিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাত্র ৩ জন পেসারকে নিচ্ছি। নির্বাচকদের কাছে অলরাউন্ডারকেই চেয়েছি।' রোহিত জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল নির্বাচনে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনার সঙ্গে সিরাজ ঠিকমতো খাপ খাননি। এই ব্যাপারে রোহিত বলেন, 'এটা দুর্ভাগ্যজনক যে সিরাজকে বাদ পড়তে হচ্ছে। কিন্তু, যাঁরা নির্দিষ্ট ভূমিকা পালন করতে পারবেন, এমন লোকদের নেওয়া ছাড়া কোনও উপায় ছিল না।'