Uzbek GM refuses to shake hands with IND player: উজবেকিস্তানের গ্র্যান্ডমাস্টার নোদিরবেক ইয়াকুববোয়েভ 'ধর্মীয় কারণে' ভারতীয় দাবাড়ু বৈশালী রমেশবাবুর সঙ্গে হাত মেলাতে চাইলেন না। কেন তিনি এমনটা করলেন, তার কারণ পরে ব্যাখ্যা করেছেন নোদিরবেক ইয়াকুববোয়েভ। তিনি বলেছেন, ধর্মীয় বিশ্বাসের জন্য তিনি এমনটা করেছেন। উজবেকিস্তানের গ্র্যান্ডমাস্টার বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ ও আর প্রজ্ঞানান্ধার সঙ্গে টুর্নামেন্টে সবচেয়ে ভালো জায়গায় আছেন। সেই উজবেক জিএম সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'দাবাজগতের প্রিয় বন্ধুরা, আমি বৈশালীর সঙ্গে খেলার আগে কী হয়েছিল, তা জানাতে চাই। নারী এবং ভারতীয় দাবা খেলোয়াড়দের প্রতি যথাযথ শ্রদ্ধা রেখেই আমি সকলকে জানাচ্ছি যে ধর্মীয় কারণে অন্য মহিলাকে আমি ছুঁই না।'
ইয়াকুববোয়েভ বলেছেন, 'আমি ভারতের সেরা দাবা খেলোয়াড় হিসেবে বৈশালী ও তাঁর ভাইকে সম্মান করি। যদি আমার আচরণে বৈশালী অসন্তুষ্ট হয়ে থাকে, তাহলে আমি ক্ষমা চাইছি। আসলে দাবা হারাম (ইসলাম বিধিসম্মত) নয়। আমি আগে ২০২৩ সালে দিব্যার সঙ্গে খেলার সময় হাত মিলিয়েছি, সেটাকে ঠিক নয় বলেই মনে করি। আমি যা করা দরকার, নিজে সেটা করি। আমি অন্যদের বিপরীত লিঙ্গের কারও সঙ্গে হাত মেলাতে বাধা দিই না। মহিলাদের হিজাব বা বোরখা পরতে বাধ্য করি না। কী করা উচিত, সেটা তাঁদের ব্যাপার। আমি ইরিনা বুলমাগাকেও এই ব্যাপারে বলেছি। তিনি ব্যাপারটা মেনে নিয়েছেন। কিন্তু, যখন আমি টুর্নামেন্টে আসি, তখন বিচারকরা আমায় বলেন যে আমার অন্তত প্রতিদ্বন্দ্বী দাবাড়ুকে হাতজোড় করে নমস্কার করা উচিত।'
আরও পড়ুন- গাভাসকরের নামে বোর্ডকে নালিশ রোহিতের! বিস্ফোরক রিপোর্টে ঝড় ভারতীয় ক্রিকেটে
এতেই না থেমে ইয়াকুববোয়েভ আরও বলেছেন, 'দিব্যা ও বৈশালীর সঙ্গে খেলার আগে আমি ওঁদের একথা বলতে পারিনি। তার ফলে একটি বিশ্রী পরিস্থিতি তৈরি হয়েছে।' ইয়াকুববোয়েভ বোঝানোর চেষ্টা করেছেন যে তিনি গোঁড়া ইসলামপন্থী। তিনি কারও ওপর চাপ তৈরি না করলেও, নিজে ইসলামি নিয়মকানুন পালন করেন বলেই জানিয়েছেন ইয়াকুববোয়েভ।