Mehtab Hossain: চলতি কলকাতা ফুটবল লিগে (২০২৫-২৬) রেলওয়ে এফসি (Railway FC) খুব একটা ভাল জায়গায় দাঁড়িয়ে নেই। ৬ ম্য়াচে তারা মাত্র তিনটে পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে। ইতিমধ্যে ক্লাবের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বাংলার প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেনকে দলের কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার পক্ষ থেকে মেহতাব হোসেনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। জানতে চাওয়া হয়, এই নতুন দায়িত্ব পেয়ে তিনি ঠিক কতটা খুশি? ফোনের ওপার থেকে মেহতাব বললেন, 'রেলওয়ে এফসি সবসমই একটা বড় দল। আপাতত ওরা একটু স্ট্রাগল করছে। এই দলের হয়ে ইতিপূর্বে যাঁরা খেলেছেন, তাঁরা প্রত্যেকেই এখন বড় বড় জায়গায় রয়েছেন। যথেষ্ট সুনাম অর্জন করেছেন। সেখানে আমি তো একেবারে নস্যি। সেই জায়গায় দাঁড়িয়ে আমি সত্যিই খুব খুশি।'
আমার পুজো: মেহতাব হোসেন
মেহতাব হোসেনের পরিচয় আপনাদের আর নতুন করে দেওয়ার কিছু নেই। সকলেই তাঁকে চেনে ইস্টবেঙ্গলের 'ঘরের ছেলে' হিসেবে। ২০০৭ থেকে ২০১৭, টানা এই দশ বছর তিনি লাল-হলুদ জার্সিতে খেলেছেন। যদিও ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার আগে তিনি বছর তিনেক (২০০৩-২০০৬) মোহনবাগান ক্লাবের হয়ে খেলেছিলেন। কেরিয়ারের শেষপ্রান্তে আবারও মেরিনার্স ব্রিগেডে যোগ দিয়েছিলেন তিনি। এর পাশাপাশি টালিগঞ্জ অগ্রগামী, ওএনজিসি, কেরালা ব্লাস্টার্স এবং জামশেদপুর এফসি-র হয়েও খেলেছেন তিনি। ইতিপূর্বে, ২০১৯-২০২০ মরশুমে সাদার্ন সমিতির ম্য়ানেজার হিসেবে দায়িত্ব সামলেছিলেন মাঝমাঠের এই রাজা।
East Bengal FC News: মেহতাব কি সত্যিই হাতছাড়া ইস্টবেঙ্গলের? সামনে এল সত্যিটা
চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মেহতাব
রেলওয়ে এফসি-র দায়িত্ব গ্রহণের পর মেহতাব আরও যোগ করলেন, 'এটাকে আমি একটা চ্যালেঞ্জ হিসেবে দেখছি। বিশাল বড় একটা চ্যালেঞ্জ। পাঁচটা ম্য়াচ। আর একেবারে নতুন একটা দল নিয়ে আমি মাঠে নামছি। পয়েন্ট টেবিলে অনেকটাই নীচের দিকে রয়েছে। আর আমি সবসময়ই চ্যালেঞ্জ নিতে ভালোবাসি।'
Mehtab Hossain Exclusive: রাজনীতি ঢুকেই অন্ধকারে ভারতীয় ফুটবল? ফিফা ব়্যাঙ্কিং নিয়ে বিস্ফোরক মেহতাব
সবশেষে ভারতীয় ফুটবলের মিডফিল্ড জেনারেল বললেন, 'এটাকেই আমি আগামী দিনের চ্যালেঞ্জ হিসেবে দেখতে চাই। যদি চ্যালেঞ্জ হিসেবে গোটা বিষয়টাকে না নিই, তাহলে আগামীদিনে কীভাবে লড়াইটা করব? জীবনে তো ঝুঁকি নিতেই হবে। সবসময় যে ভাল দলই পাব, এমন তো কোনও কথা নেই। এবার দেখি, কতদুর লড়াইটা করতে পারি।'