Mehtab Hossain Exclusive: রাজনীতি ঢুকেই অন্ধকারে ভারতীয় ফুটবল? ফিফা ব়্যাঙ্কিং নিয়ে বিস্ফোরক মেহতাব

Mehtab Hossain Interview: ফুটবল ব়্যাঙ্কিংয়ে বড়সড় ধাক্কার মুখে পড়েছে টিম ইন্ডিয়া। মেহতাবের কথায়, ভারতীয় ফুটবলের ন্যূনতম পরিকাঠামো উন্নয়ন করতে না পারলে, কখনই উন্নতি সম্ভব নয়।

Mehtab Hossain Interview: ফুটবল ব়্যাঙ্কিংয়ে বড়সড় ধাক্কার মুখে পড়েছে টিম ইন্ডিয়া। মেহতাবের কথায়, ভারতীয় ফুটবলের ন্যূনতম পরিকাঠামো উন্নয়ন করতে না পারলে, কখনই উন্নতি সম্ভব নয়।

author-image
Koushik Biswas
New Update
Mehtab Hossain

টিম ইন্ডিয়ার প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন

Indian Football: ক্রিকেট খেলায় ভারত বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে টক্কর দিচ্ছে। কিন্তু, ফুটবল ব়্যাঙ্কিংয়ে (FIFA Ranking) বড়সড় ধাক্কার মুখে পড়েছে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার (১০ জুলাই) আন্তর্জাতিক ফুটবল সংস্থা সর্বশেষ ক্রমতালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় ভারতীয় ফুটবল দল ১৩৩ নম্বরে দাঁড়িয়ে রয়েছে। গত ৮ বছরে ভারতীয় ফুটবলের (AIFF) এতটা অধঃপতন দেখতে পাওয়া যায়নি। এই ফলাফলের পিছনে অন্যতম মূখ্য কারণ হল, ২০২৫ সালে ভারতীয় ফুটবল দল একটাও ম্য়াচ জিততে পারেনি। এই ব্যাপারে কথা বলার জন্য টিম ইন্ডিয়ার প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেনের (Mehtab Hossain) সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। মেহতাবের কথায়, ভারতীয় ফুটবলের ন্যূনতম পরিকাঠামো উন্নয়ন করতে না পারলে, কখনই উন্নতি সম্ভব নয়।

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে মেহতাব হোসেন বললেন, 'ভারতীয় ফুটবলে একটা মডেল কিংবা সিস্টেম তৈরি করতে না পারলে, এভাবেই আমরা পিছনের দিকে এগিয়ে যাব। যতই গ্রাসরুট ফুটবল নিয়ে আমরা আলোচনা করি না কেন, সেটা কতটা উন্নত হচ্ছে তা নিয়ে আমার সন্দেহ রয়েছে। এখন একাধিক ফুটবল অ্যাকাডেমি গড়ে উঠেছে। কিন্তু, যদি উপযুক্ত মডেল কিংবা সিস্টেম তৈরি করা না যায়, তাহলে কোনওদিন সাফল্য প্রত্যাশা করা যায় না।' 

মেহতাবের কথায়, 'একজন কোচ হয়ত ৪-২-৩-১ মডেলে খেলছে। অথচ ক্লাব স্তরে যখন খেলছে তখন ৪-৪-২ কিংবা ৪-৫-১ ছকে খেলছে। কিন্তু, একটা মডেল তৈরি না করলেন ফুটবলারদের মধ্যে বোঝাপড়ার খুব অসুবিধা হয়। অনেক দেশই ফুটবলে নজরকাড়া উন্নতি করছে। প্রথমত, আমাদের থেকে ওদের হাড়ের ওজন অনেকটাই বেশি। ইনার পাওয়ার অনেক বেশি। আমাদের তুলনায় ওদের স্ট্রেংথ এবং স্ট্যামিনা অনেকটাই বেশি। আফ্রিকার দেশগুলোয় হয়ত খাদ্যাভাব রয়েছে। কিন্তু, ওদের শারীরিক শক্তি আমাদের তুলনায় এতটাই বেশি, সেটা আমাদের মধ্যে নেই। শুধুমাত্র ফুটবলারদের দোষ দিয়ে লাভ নেই। সুতরাং, এই কঠিন সময়ে কাদা ছোড়াছুড়ি করে লাভ নেই। এতে অন্য দেশগুলো অ্যাডভান্টেজ নেয়।'

Advertisment

Indian Football Team: মানোলোর পর সুনীল-সন্দেশদের হেড স্যর কে? কোচ চেয়ে বিজ্ঞপ্তি ফেডারেশনের

এক ধাক্কায় ৬ ধাপ নেমে গিয়েছে ভারত

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় ফুটবল দল ইতিপূর্বে ফিফা ব়্যাঙ্কিংয়ে ১২৭ নম্বরে ছিল। কিন্তু, ২০২৫ সালে খারাপ পারফরম্য়ান্সের খেসারতই আপাতত তাদের দিতে হচ্ছে। উল্লেখ্য, চলতি বছর টিম ইন্ডিয়া মোট ৪ আন্তর্জাতিক ম্য়াচ খেলেছে। এরমধ্যে তিনটে ম্য়াচেই তারা হেরে গিয়েছে। আর একটি ম্য়াচ ড্র হয়েছে। সবথেকে বড় দূর্ভাগ্যের বিষয় হল, ভারতীয় ফুটবল দল তাদের নীচের ব়্যাঙ্কিংয়ের দলের কাছেও পরাজয় স্বীকার করেছে।

Indian Football Team: মোহনবাগানকে করেছেন 'ভারতসেরা', এবার টিম ইন্ডিয়ার দায়িত্বে 'চাণক্য' হাবাস? জল্পনা তুঙ্গে

সঠিক পরিকল্পনা তৈরি করা দরকার ভারতীয় ফুটবলে: মেহতাব হোসেন

মেহতাব হোসেন বললেন, 'আপাতত আমাদের উচিত ঠাণ্ডা মাথায় আলোচনার টেবিলে বসা। কীভাবে আগামীদিনে ভারতীয় ফুটবল দলের উন্নতি করা যায়, সেটা নিয়ে পরিকল্পনা তৈরি করতে হবে। আমরা শুধুমাত্র একে অপরকে দোষ দিচ্ছি। ইগো সমস্যায় ভুগছি। এটা করে কোনও লাভ নেই। কী কারণে আমরা পিছিয়ে পড়ছি, সেটা নিয়ে ভাবনাচিন্তা করতে হবে। ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ প্রজন্মকে কীভাবে আরও শক্তিশালী করা যায়, সেটা নিয়ে আলোচনা করতে হবে।'

Indian Football FIFA Ranking: বাড়ল অপমানের জ্বালা, ফিফা ব়্যাঙ্কিংয়ে আরও অধঃপতন ভারতের

তিনি আরও যোগ করলেন, 'আজ যদি আমাদের একটা শোলডার পুশ করা হয়, তাহলে কোথায় গিয়ে ছিটকে পড়ি। বিশ্ব ফুটবল না হয় দুরেই থাক, এশিয়ার ফুটবলারদের সঙ্গেও আমরা এঁটে উঠতে পারছি না। কেন করতে পারছি না, সেটা নিয়েই একটা বৈঠকের আয়োজন করা হোক। এখন তো সবাই একে অপরকে খারাপ বলছে। এটা একেবারেই চলতে পারে না। ভারতীয় ফুটবলের উন্নতির স্বার্থে সবাইকে একসঙ্গে বসা উচিত। রাজনীতিটাকে বাইরে রেখে, কাজের কাজটা করে যেতে হবে। এটাই আমার বক্তব্য।'

Mehtab Hossain on Mohun Bagan Win: শুভাশিসের হ্যান্ডবল ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গেলেন রেফারি? এবার মুখ খুললেন মেহতাব

সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ফুটবল দল ড্র করার পর থেকেই টিম ইন্ডিয়ার পারফরম্য়ান্স নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। এই ম্য়াচে ভারত একটাও গোল করতে পারেনি। ফুটবলারদের ফর্ম নিয়েও উঠতে শুরু করে একাধিক প্রশ্ন। ১৯৯৬ সালে ভারতীয় ফুটবল দল সর্বশ্রেষ্ঠ ব়্যাঙ্কিং অর্জন করেছিল। ৯৪ নম্বরে উঠেছিল ভারত। শেষকালে মেহতাব বললেন, 'যতক্ষণ না পর্যন্ত সঠিকভাবে ভারতীয় ফুটবলের ব্যর্থতা নিয়ে আলোচনা করা হবে, ততদিন খালিদ জামিল কিংবা সঞ্জয় সেন এলেও উন্নত করা সম্ভব হবে না। যতক্ষণ না পর্যন্ত ৮ বছর বয়স থেকে একজন ফুটবলারকে সঠিকভাবে গড়ে তোলা সম্ভব হবে না, ততদিন উন্নতির প্রত্যাশা একেবারেই বাতুলতা। ফুটবলারদের পর্যাপ্ত খাবার দিতে হবে। কীভাবে হাড়ের ওজন বাড়ানো সম্ভব, সেদিকে নজর দিতে হবে।'

Indian Football AIFF Mehtab Hossain FIFA Ranking