ক্লাব ছাড়তে বদ্ধপরিকর লিওনেল মেসি। তাই বার্সার প্রি সিজন ট্রেনিংয়ে অংশ নেননি। এর মধ্যেই খবর, মেসি সরাসরি ম্যান সিটির মালিকের সঙ্গে কথা বলছেন কয়েক বছরের চুক্তির জন্য।
ইংল্যান্ডের এক প্রচারমাধ্যম 'দ্য ডেইলি রেকর্ড'-এর প্রতিবেদন অনুযায়ী, মেসি সিটি ফুটবল গ্রুপের সঙ্গে কথা বলছেন। ৭০০ মিলিয়ন ইউরোয় আগামী পাঁচ বছর ম্যান সিটি, নিউ ইয়র্ক সিটি এফসির জার্সিতে দেখা যেতে পারে চুক্তি চূড়ান্ত হলেই।
আরও পড়ুন: করোনা টেস্ট করলেন না মেসি, বার্সেলোনার বিরুদ্ধে আইনি যুদ্ধের প্ৰস্তুতি রাজপুত্রের
প্রায় দু দশক বার্সেলোনার সঙ্গে জড়িয়ে তিনি। সূত্রের খবর, মেসিকে সিটি ফুটবল গ্রুপের অংশীদার হওয়ার প্রস্তাবও দেওয়া হয়। তবে মেসি আর্থিক পেমেন্ট নিতেই আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি পেপ গুয়ার্দিওলা থাকলেই একমাত্র ম্যান সিটিতে খেলবেন এমন শর্তও দিয়েছেন মেসি।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হারের পরেই কোচ কুইকে সেটিয়েনকে বরখাস্ত করে বার্সা। নতুন কোচ রোনাল্ড কোম্যান ইতিমধ্যেই স্কোয়াডে একাধিক পরিবর্তনের কথা জানিয়েছেন। বায়ার্নের কাছে লজ্জাজনক হার মেসির কেরিয়ারেও নিকৃষ্টতম। তবে নতুন কোচ কোম্যান জানিয়েছেন, লুইস সুয়ারেজ, আর্তুরো ভিদাল, রাকিটিচ এবং উমতিতি তাঁর ভবিষ্যৎ প্লানিংয়ে নেই। প্রিয় বন্ধু সুয়ারেজকে ব্রাত্য করে দেওয়ার পরেই কার্যত নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেন মেসি।
এদিকে, রবিবারই লা লিগা কর্তৃপক্ষের তরফে জানানো হয় মেসির সঙ্গে বার্সার চুক্তি এখনও বৈধ। সব মিলিয়ে ফুটবলারের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত।
Read the full article in ENGLISH
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন