দাবায় দেশের ৮১তম গ্র্যান্ডমাস্টার হলেন কলকাতা মেট্রো রেলের এক কর্মী। সায়ন্তন দাস দাস নামে মেট্রোর পার্সোনাল বিভাগের ওই কর্মী ফ্রান্সে গিয়েছিলেন। সেখানেই গ্র্যান্ডমাস্টার হওয়ার জন্য প্রয়োজনীয় ২,৫০০ রেটিং (এলো) পয়েন্ট তিনি সংগ্রহ করেন। গ্র্যান্ডমাস্টার হওয়ার জন্য তিনটি নর্মও দরকার। সায়ন্তনের অবশ্য আগেই অবশ্য চারটি গ্র্যান্ডমাস্টার নর্ম পাওয়া হয়ে গিয়েছিল। পশ্চিমবঙ্গ থেকে ইতিমধ্যেই ১০ জন দাবায় গ্র্যান্ডমাস্টার হয়েছেন। সায়ন্তন নিজের নাম পাকাপাকি লিখে দিলেন একাদশ নম্বরে।
Advertisment
কলকাতা গুডরিক ন্যাশনাল চেস অ্যাকাডেমির এই ছাত্র ফ্রান্সের প্রতিযোগিতায় শেষ রাউন্ডে জয়ের পর গ্র্যান্ডমাস্টারের রেটিং অর্জন করেন। চলতি সপ্তাহে তিনি জার্মানিতে এক টুর্নামেন্টেও অংশ নেবেন। ১৫ মার্চ ফিরবেন কলকাতায়। রবিবারই ফ্রান্সের 'কানস ওপেনসায়ন্তনের সাফল্যে যথারীতি উচ্ছ্বসিত কলকাতা মেট্রো রেল। মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে কলকাতা মেট্রোর কর্তারা সায়ন্তনকে তাঁর এই অসাধারণ কৃতিত্বের জন্য অভিনন্দন জানান।
গত ২০ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত হওয়া কানের দাবা টুর্নামেন্টে ১২ জন গ্র্যান্ডমাস্টার অংশ নিয়েছিলেন। তার মধ্যে সবচেয়ে বেশি (২,৬২৪) এলো পয়েন্ট পেয়ে শীর্ষে ছিলেন আলেকজান্ডার মতিলেভ। শেষ রাউন্ডে সায়ন্তন তাঁকেই পরাজিত করেন। ৯ রাউন্ড শেষে অর্জন করেন ৭.৫ পয়েন্ট। দাবায় এই সাফল্য কিন্তু, তাঁর জীবনে আচমকা আসেনি। এর আগে ২০১৩ সালে একই বছরে অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট জিতেছিল এই দাবাড়ু। তারও আগে ২০০৮ সালে ভিয়েতনামে জিতেছিল অনূর্ধ্ব-১২ চ্যাম্পিয়নশিপ। তাঁর এই সাফল্যের পর সায়ন্তন মেট্রোর আধিকারিক, সহকর্মী, তাঁর মা-বাবা ও কোচদেরকে তাঁর প্রতি আস্থা রাখার জন্য ধন্যবাদ দিয়েছেন।
কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার অরুণ অরোরা সায়ন্তনকে তাঁর অভাবনীয় সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন যে সায়ন্তন আগামী দিনেও বিভিন্ন টুর্নামেন্টে নিজেকে মেলে ধরবেন। ছোট থেকেই সায়ন্তনকে কোচিং করাচ্ছেন কোচ সপ্তর্ষি রায়। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ছোট থেকেই সায়ন্তন যেভাবে দাবার দুনিয়ায় লড়াই করে উঠে আসছেন, সেজন্য তিনি নিজের ছাত্রকে কুর্নিশ জানাচ্ছেন।